X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসে অর্থায়ন বন্ধে সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৯, ১৫:২০আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৫:৪১





সেমিনারে শাহরিয়ার আলম ও আ হ ম মুস্তফা কামালসহ অন্যরা বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা অনুধাবন করতে বন্ধুরাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘বিদেশে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন বন্ধে সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে।’ রবিবার (১৭ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদকে উৎসাহিত করতে পশ্চিমা বিশ্বের একটি দেশের প্রবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে বাংলাদেশে পাঠানো হতো। আমরা কয়েক বছর ওই দেশটির সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু তারা আমাদের বিষয়টি উপলব্ধি করতে চায়নি। সম্প্রতি নিজেরাই একটি সমস্যায় পড়ার পর আমাদের বিষয়টি তারা উপলব্ধি করেছে। আমাদের সমস্যাটা তারা এখন দেখছে। অনেক আগে তারা বিষয়টি উপলব্ধি করলে আমরা অনেক সমস্যা থেকে রক্ষা পেতাম।’
শাহরিয়ার আলম বলেন, ‘সিঙ্গাপুরের সঙ্গে আমাদের এ ধরনের একটি সমস্যা ছিল। দেশটিকে জানানোর পর, সঙ্গে সঙ্গে তারা পদক্ষেপ নিয়েছে। এখন সিঙ্গাপুরের সঙ্গে আমাদের কোনও সমস্যা নেই।’ তিনি বলেন, ‘বন্ধুরাষ্ট্রগুলোকে আমাদের অভ্যন্তরীণ সমস্যা অনুধাবন করতে হবে।’
একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘সন্ত্রাস একটি বৈশ্বিক সমস্যা, যা একক কোনও দেশের পক্ষে সমাধান সম্ভব নয়।’ এ সমস্যা সমাধানে জাতিসংঘসহ সব দেশকে তিনি একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অর্থমন্ত্রী বলেন, “অর্থপাচার এবং সন্ত্রাসে অর্থায়ন একদিকে যেমন অর্থনীতির ক্ষতি করে, অন্যদিকে দেশের সামাজিক ক্ষতি করে। এ সমস্যা মোকাবিলায় আমরা ‘জাতীয় কৌশল’ নিয়েছি।”

/এসএসজেড/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…