X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বুয়েট শিক্ষার্থীদের কর্মসূচিতে উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষা উপমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ২০:৩৫আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২০:৪২

মহিবুল হাসান চৌধুরী নওফেল (ফাইল ছবি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিতে সরকারবিরোধী রাজনৈতিক শক্তির উসকানি আছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সন্তানদের মঙ্গলে সঠিক পরামর্শ দিন। না হলে উসকানিদাতাদের বিরুদ্ধে  কঠোর  ব্যবস্থা নেবো।’ সোমবার (১৯ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বুয়েটে অপরাধীদের ক্ষেত্রে দলীয় বিবেচনায় আনা হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও সুনির্দিষ্টভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সব ধরনের ব্যবস্থা নেওয়ার পরও আমরা মনে করি, যারা মাঠের রাজনীতি থেকে বিতাড়িত হয়েছেন, তারা সেখানে আন্দোলনের নাম করে অপরাজনীতির উসকানি দিয়ে যাচ্ছেন।’

নওফেল বলেন, ‘জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের এক আইনজীবীর মাধ্যমে তার সন্তানকে দিয়ে বুয়েটে আন্দোলন করানোর চেষ্টা করা হচ্ছে। ব্যক্তিস্বার্থের জন্য যারা নিজের সন্তানকে ব্যবহার করছেন, তারা সাবধান হোন। সন্তানের প্রতি দায়িত্বশীল আচরণ করুন। অন্যের সন্তানকেও শিক্ষাজীবন শেষ করার সুযোগ দিন। যেখানে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, সেখানে কেন অচলাবস্থা থাকবে?’

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদ ও আন্দোলন প্রসঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশের পর অপরাধীদের গ্রেফতার শতভাগ নিশ্চিত করা হয়েছে।  এরপরও সেখানে দেখা গেলো অচলাবস্থা। বুয়েটের শিক্ষার্থীরা জনগণের টাকায় পড়াশোনা করে। আন্দোলনকারীদের পাশাপাশি অন্যদেরও সঠিক সময়ে শিক্ষাজীবন শেষ করার অধিকার রয়েছে। কিন্তু সেখানে অচলাবস্থার জন্য উসকানি দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সাধারণ ছাত্রদের জীবন বিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।’

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, ‘স্থায়ী বহিষ্কারের জন্য একটি প্রক্রিয়া রয়েছে। এ জন্য সময়ের প্রয়োজন। যেহেতু অপরাধীরা কারাবন্দি, সেহেতু এ সময় তাদের স্থায়ী বহিষ্কার মুখ্য বিষয় নয়।’ এই ইস্যুতে আন্দোলন অব্যাহত রাখা যায় না বলেও তিনি মন্তব্য করেন।

/এসও/এমএনএইচ/
সম্পর্কিত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা