X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্রবাসী কর্মীদের জন্য চালু হচ্ছে বিমা স্কিম, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৯, ২০:০১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২০:০৪

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রবাসী কর্মীদের জন্য বাধ্যতামূলকভাবে চালু করা হচ্ছে বিমা স্কিম। আগামী ১৯ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে অভিবাসন প্রত্যাশীকর্মীর হাতে বিমা পলিসি তুলে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১১ ডিসেম্বর) বিকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ মন্ত্রণালয়ের সভাকক্ষে জীবন বীমা কর্পোরেশনের সঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা জানান।

মন্ত্রী বলেন, ‘এই ইন্স্যুরেন্স যাদের জন্য, তাদেরও বোঝার দরকার আছে এর সুবিধার বিষয়গুলো। অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রথম পলিসি হস্তান্তর করবেন। তারপর থেকে যতজন বাংলাদেশ থেকে যাবেন, তাদের জন্য ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। এছাড়া দেশের বাইরে যাওয়া যাবে না। আমাদের কিছুটা প্রত্যাশা এখন পূরণ হচ্ছে। বাকিটা পূরণ হবে আগামী এক বছরে।’

মন্ত্রী আরও বলেন, ‘২০১৬ সাল থেকে প্রধানমন্ত্রী প্রবাসী কর্মীদের বিমা করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। কিছুটা বিলম্ব হলেও আমরা এটা করতে পেরেছি। আমার মনে হয় প্রবাসে গিয়ে যারা কষ্ট করে, তাদের কিছুটা সুরক্ষা যে আমরা করতে পারছি, এটি একটি সন্তুষ্টি আমাদের সবার জন্য। মন্ত্রণালয়, অর্থ বিভাগ, জীবন বীমা কর্তৃপক্ষ সবার আন্তরিক প্রচেষ্টার ফলেই আমরা আন্তর্জাতিক অভিবাসী দিবসে বিমা স্কিম উদ্বোধন করতে যাচ্ছি। এই ইন্স্যুরেন্স পলিসি বাধ্যতামূলক করা হচ্ছে। আমরা এই বিমা চালু করছি পাইলট স্কিম হিসেবে। পাইলট বলার কারণ হলো- এই স্কিম আরও অনেক ভালো হতে পারে। পাইলট হিসেবে কাজ শুরু না করা পর্যন্ত অনুধাবন করা যাবে না, যে আমরা কত ভালো দিকগুলো এখানে নিয়ে আসতে পারি।’

অনুষ্ঠানে প্রবাসীদের জন্য বিমা স্কিম চালু করার লক্ষ্যে জীবন বীমার সঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কল্যাণ বোর্ডের পক্ষে বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এবং জীবন বীমা কর্পোরেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহফুজুল হক চুক্তি  স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, অতিরিক্ত সচিব ড. মুনিরুছ সালেহীন,  জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শামসুল আলম, জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান সেলিনা আফরোজ প্রমুখ।

 

/এসও/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী