X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বরিশালে শিক্ষার্থীদের সূর্যগ্রহণ পর্যবেক্ষণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৩

সকাল থেকেই স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় বঙ্গবন্ধু উদ্যান বরিশালে বলয়গ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করেছে শতাধিক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলার উদ্যোগে এ উপলক্ষে ‘সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প’ আয়োজিত হয়।  সকাল থেকেই স্কুল-কলেজপড়ুয়া ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত হয় বঙ্গবন্ধু উদ্যান।

বিরল মহাজাগতিক এ ঘটনা দেখার জন্য অভিভাবকরাও সন্তানদের সঙ্গে চলে আসেন। শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প শুরু হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক তরিকুল ইসলাম ইশাত এবং সভাপতিত্ব করেন বরিশাল জেলার সংগঠক মোজাম্মেল হক সাগর।

আলোচনায় বক্তারা বলেন, ‘সূর্যগ্রহণ নিয়ে আমাদের দেশে নানান কুসংস্কার প্রচলিত। অথচ সূর্যগ্রহণ একটি প্রাকৃতিক ও মহাজাগতিক ঘটনা। সূর্য ও পৃথিবীর মাঝখানের কক্ষপথে চাঁদ চলে আসলে সূর্যের ওপর চাঁদের যে ছায়া পড়ে সেটাই সূর্যগ্রহণ। কুসংস্কারের বিরোধিতা করে বিরল এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখার আয়োজন করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ একটি বড় সামাজিক দায়িত্ব পালন করেছে।’ ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিজ্ঞান আন্দোলন মঞ্চকে বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি তৈরি করার কাজটি আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান তিনি।

এ সময় বক্তব্য রাখেন– বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র বরিশাল জেলা সংগঠক বদরুদ্দোজা সৈকত, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিএম কলেজ শাখার সহ-সভাপতি সাগর দাস আকাশ, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সদস্য সায়মা সামি সূচনা, অনিন্দ্য হাওলাদার অন্তু, সায়মা মমতাজ অন্তি, পূজা বৈদ্য, ইলিয়াস ইরান, প্রকৃতি নিবেদিতা প্রমুখ।

 

/সিএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা