X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আইসিজে’র আদেশে বিশ্বের শান্তিপ্রিয় মানুষের বিজয় হয়েছে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২০, ০৩:৫২আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২০:০৭

আইনমন্ত্রী আনিসুল হক আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার আদেশে সারা বিশ্বের মুক্তিকামী শান্তিপ্রিয় মানুষের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা ইউনিভার্সিটি এলএলএম ‘ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশনের (ডুলা) নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

আইসিজের আদেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আইসিজে আদেশ দিয়েছে। ওই আদেশে পরিলক্ষিত হয়েছে, সারা বিশ্বের মানুষ চায় রোহিঙ্গা সমস্যার সমাধান হোক। মিয়ানমার বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে তাদের প্রকৃত আবাস ভূমিতে ফিরিয়ে দিলেই এই সমস্যার সমাধান হবে।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, আইনজীবীরা হচ্ছেন সমাজের বিবেক। তাই তাদের নিজস্ব অবস্থান বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। আইন পেশার মর্যাদা রেখে দায়িত্ব পালন করতে হবে। আইনজীবীদের প্রচেষ্টায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে।

অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট এস এম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার, হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আব্দুল হাকিম ও বিচারপতি মো. রেজাউল হাসান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

/বিআই/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা