X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

করোনা ভাইরাস রোধে জনবল বাড়ানো হয়েছে, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ২৩:৪১আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২৩:৪৫

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনা ভাইরাস রোধে স্থল, সমুদ্র ও বিমানবন্দরে স্ক্যানার বসানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এ কাজের জন্য জনবল বৃদ্ধি করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।
জাহিদ মালেক বলেন, করোনা ভাইরাসে ইতোমধ্যে চীনে কয়েকজন মারা গেছেন। এই করোনা ভাইরাস রোধে আমরা সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরে স্ক্যানার বসিয়েছি, জনবল বৃদ্ধি করেছি। যেকোনও যাত্রী স্ক্যানারের মাধ্যমে আসলে তাকে আমরা শনাক্ত করতে পারবো তার শরীরের তাপমাত্রার পরিমাপের মাধ্যমে।
তিনি বলেন, করোনা ভাইরাস রোধে আমরা জনসচেতনার ব্যবস্থা করেছি। আন্তঃমন্ত্রণালয় সভাও ডেকেছি। বিমানবন্দরে যারা বিমানে করে আসবেন তাদের একটা ফরম দেওয়া হবে, যে ফরম তাদের পূরণ করতে হবে এবং একটি কার্ডও সঙ্গে নিয়ে যাবেন তারা। যাতে পরবর্তীতে যদি তারা অসুস্থ হয়ে পড়েন, তাহলে তাদের আমরা যেন শনাক্ত করতে পারি। ইতোমধ্যে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি, করেনটাইন এরিয়াও তৈরি করেছি। সারাদেশে এই নির্দেশনা দিয়েছি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু জ্বর আগামীতে যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সিটি করপোরেশনগুলোর মেয়রদের এখন থেকেই মশার ওষুধ ছিটানোর আহ্বান জানান।
তিনি বলেন, আমরা ডেঙ্গু সফলভাবে মোকাবিলা করেছি। আমরা ১ লাখ ডেঙ্গু রোগীকে চিকিৎসা দিয়েছি। ১০ লাখ মানুষের রক্ত পরীক্ষা করেছি। আগামীতে যাতে ডেঙ্গুর বিস্তার না ঘটে সেজন্য সিটি করপোরেশন থেকে ওষুধ স্প্রে করতে হবে।
প্রসঙ্গত, চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। এদের মধ্যে ৫৬ জনের মৃত্যু হয়েছে।
ভাইরাসটির প্রাদুর্ভাবের কারণে ১ কোটি ১০ লাখ বাসিন্দার উহান শহরে জরুরি যানবাহন ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
নতুন চান্দ্রবর্ষ উদযাপন সামনে রেখে ঘরমুখী মানুষের চলাচল নিয়ন্ত্রণে শুক্রবার থেকে চীন ১০টি শহরে গণপরিবহন ও সংশ্লিষ্ট এলাকাগুলোর মন্দির বন্ধ করে দিয়েছে।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা