X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস: সব বন্দরে সতর্কতা জারি, স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

জামাল উদ্দিন
২৮ জানুয়ারি ২০২০, ১৯:১৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৯:৩৪

 

সকল বন্দরে সতর্কতা জারি

করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের সব স্থল ও নৌবন্দরে অতিরিক্ত সতর্কতা জারি ও নিরাপত্তা গেইট বসানো হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি নৌ ও স্থলবন্দরে চিকিৎসক নিয়োজিত করা হয়েছে। যাতে তারা বাংলাদেশে প্রবেশকারী প্রত্যেক ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করতে পারে। সোমবার (২৭ জানুয়ারি) স্থলবন্দর কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক সমন্বয় সভাতেও সব স্থলবন্দরে চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য বিমানবন্দরগুলোতে এরইমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষাসহ স্ক্রিনিং শুরু করেছে। তবে সবগুলো বন্দরে এখনও পুরো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। সর্বশেষ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে ‘করোনা ভাইরাস, সচেতনতা ও করণীয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। সেখানে স্থলবন্দর কর্তৃপক্ষ সব স্থলবন্দরে চিকিৎসক নিয়োগের অনুরোধ জানিয়েছে। এছাড়াও নৌ ও বিমানবন্দর কর্তৃপক্ষও সার্বিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অর্থ ও প্রশাসন বিভাগের সদস্য অতিরিক্ত সচিব মো. আলাউদ্দিন ফকির বাংলা ট্রিবিউনকে জানান, বেনাপোলসহ ১৪টি স্থলবন্দর দিয়ে মানুষ বাংলাদেশে আসা যাওয়া করেন। সবগুলো বন্দরেই স্ক্যানার বসানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বেনাপোলসহ যেগুলো দিয়ে সবচেয়ে বেশি মানুষ আসা যাওয়া করে সেগুলোতে এরইমধ্যে ভাইরাস শনাক্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আলাউদ্দিন ফকির আরও জানান, মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভায় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে সব বন্দরে চিকিৎসক নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি বিবেচনায় নিয়ে জানিয়েছেন, তারা এরইমধ্যে বেনাপোলে চিকিৎসক দিয়েছেন। অন্যগুলোতেও দ্রুত চিকিৎসক দেওয়ার ব্যবস্থা করবেন।

অন্যদিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষও তাদের নৌবন্দরগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে। কর্তৃপক্ষের পরিকল্পনা ও পরিচালনা বিভাগের সদস্য মো. দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, চট্টগ্রাম ও মোংলাসহ নৌ বন্দরগুলোকে সতর্ককতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের নিজেদের চিকিৎসক আছে মাত্র তিনজন। এখনও স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিকিৎসকের জন্য অনুরোধ জানাননি তারা। শিগগির এ বিষয়ে তারাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাবেন বলে জানান তিনি।

মোংলা নৌ বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা ও উপ সচিব মো. মাকরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, করোনা ভাইরাস শনাক্তে বন্দর কর্তৃপক্ষের স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বিশেষভাবে বাইরের দেশের যাত্রীদের ওপর বিশেষ নজরদারি করা হচ্ছে। মোংলা জেনারেল হাসপাতালে এজন্য একটি বিশেষ কক্ষ রাখা হয়েছে। যদি এমন ভাইরাসের কেউ শনাক্ত হোন, তখন তাকে সেখানে নিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এছাড়াও বিশেষ নিরাপত্তা গেইট স্থাপন করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা