X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সপ্তাহে একদিন বেশি চলবে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩১

মৈত্রী এক্সপ্রেস যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা ও খুলনার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস সপ্তাহে একদিন বেশি চলাচল করবে।

রেলপথ মন্ত্রণালয় এবং ভারতীয় দূতাবাস থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস সপ্তাহে একদিন বেশি চলাচল করবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে ৫ দিন চলাচল করবে। আর বন্ধন এক্সপ্রেস একদিনের পরিবর্তে সপ্তাহে চলবে ২ দিন।

এ বিষয়ে বুধবার (৫ জানুয়ারি) রেল ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

বন্ধন এক্সপ্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের সূচি অনুযায়ী মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে শনি, রবি, বুধ ও শুক্রবার চলাচল করতো। তবে নতুন সূচি অনুযায়ী সপ্তাহের মঙ্গলবারও ঢাকা থেকে ছেড়ে যাবে মৈত্রী এক্সপ্রেস। আগামী ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে নতুন সূচি অনুযায়ী এ ট্রেনটি চলাচল করবে। অন্যদিকে ভারত অংশ থেকে ট্রেনটি শনি, সোম, মঙ্গল, বুধ ও শুক্রবার চলাচল করবে।

এছাড়া বন্ধন এক্সেপ্রেস খুলনা থেকে বৃহস্পতিবার চলাচল করতো। এবার রবিবারও খুলনা ও কলকাতার মধ্যে এই ট্রেনটি চলবে। ১৬ ফেব্রুয়ারি থেকে নতুন সূচি কার্যকর হবে।

উল্লেখ্য, কলকাতা ও ঢাকার মধ্যে ট্রেন যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৮ সালের ১৪ এপ্রিল মৈত্রী এক্সপ্রেস চলাচল শুরু করে। কলকাতা থেকে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ট্রেনটির যাত্রার সূচনা করেছিলেন। এছাড়া কলকাতা ও খুলনার মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ২০১৭ সালে বন্ধন এক্সপ্রেস চালু হয়।

/এসআই/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়