X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শিগগিরই প্রজাবিলি সম্পত্তির নামজারি প্রকৃত দাবিদারের নামে: ভূমিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৬

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (ফাইল ছবি) সিএস জরিপের সময়ের অবশিষ্ট ভূমি খাসজমি হিসেবে তালিকাভুক্ত হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ‘‘এই ভূমি ‘কোর্ট অব ওয়ার্ডস’  বা ‘নওয়াব এস্টেট’-এর নামে  তালিকাভুক্ত হবে না। আর ‘প্রজাবিলি সম্পত্তি’  শিগগিরই প্রকৃত দাবিদারদের নামে নামজারি করা হবে।’’ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে ‘চলমান ভূমি জরিপ কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি’ পর্যালোচনা সভায় তিনি এই তথ্য জানান।

ভূমিমন্ত্রী আরও জানান, ‘মুজিববর্ষে অগ্রগণ্য, অসমাপ্ত জরিপ সুসম্পন্ন’ প্রতিপাদ্যে উজ্জীবিত হয়ে ২০২০ সালের মধ্যেই চলমান সব জরিপ কাজ শেষ করবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর।  তিনি বলেন, ‘জরিপ কাজে দীর্ঘসূত্রতা, একজনের জমি আরেক জনের নামে দেওয়া কিংবা জমির পরিমাণ কম-বেশি করে নকশা প্রস্তুত করার মতো অনিয়ম বছরের পর বছর চলতে পারে না।’

সাইফুজ্জামান চৌধুরী আরও বলেন, ‘আমি এমনভাবে কাজ করতে চাই, যেন ভূমিমন্ত্রী হিসেবে আমার কার্যকাল স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়।’  তিনি আরও বলেন, ‘জরিপের কাজে আমাদের টেকসই ও স্থায়ী সমাধানে আসতে হবে।’

এ সময় ভূমিসচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক তসলীমুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ করিমসহ জোনাল সেটেলমেন্ট অফিসার ও ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলমান জরিপের মধ্যে, বর্তমানে ৩৭৮টি মৌজার ডিজিটাল জরিপ এবং ৯ হাজার ৩৯১টি মৌজার ম্যানুয়াল জরিপ বাকি আছে। সব জরিপ ২০২০ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া