X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মেননের প্রশ্ন, ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্পের ভয়ে বাংলাদেশ চুপ কি না?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৬

রাশেদ খান মেনন (ফাইল ছবি) ফিলিস্তিন নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়ে বাংলাদেশের নীরবতার সমালোচনা করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা ফিলিস্তিন সরকার, ওআইসি, ইউরোপীয় ইউনিয়ন প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালেও এই পরিকল্পনার ব্যাপারে বাংলাদেশ এখন পর্যন্ত কোনও শব্দ উচ্চারণ করেনি। ডোনাল্ড ট্রাম্পের ভয়ে বাংলাদেশ চুপ কি না? বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই দাবি জানান।

মেনন বলেন, ‘ফিলিস্তিন নিয়ে বাংলাদেশের নীতি হলো, তাদের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ফিলিস্তিন সম্পর্কে একটি পরিকল্পনা প্রকাশ করেছেন। সেখানে ফিলিস্তিনকে ইসরাইলের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ পরিকল্পনায় ফিলিস্তিনের যতটুকু জমি রয়েছে সেটা পুরনো ফিলিস্তিনের মাত্র ১২ শতাংশ।’

বাংলাদেশের নীরবতার সমালোচনা করে মেনন বলেন, ‘কিছুদিন পর ডোনাল্ড ট্রাম্প ভারতে আসবেন। সেখানে মোদির সঙ্গে মিলে এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবেন। সেখানে বাংলাদেশ কোন অবস্থায় থাকবে, এই ভয়ে বাংলাদেশ ভীত কি না, জানি না।’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সমালোচনা করে মেনন বলেন, ‘দুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী সংসদে বক্তৃতা দিয়েছেন। তিনি অর্থনীতির কথা বলেছেন। কিন্তু সীমান্তে হত্যা, পররাষ্ট্রনীতির কথা, ফিলিস্তিনের সমস্যার কথা তার বক্তব্যে ছিল না। সুদূর ভবিষ্যতে নাকি রোহিঙ্গা সংকটের একটি সমধান আসবে। অদূর ভবিষ্যতে নয়।’

মেননের বক্তব্যের পর ৩০০ বিধিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিন সম্পর্কে বাংলাদেশের যে নীতি ছিল, সেটা এখনও বহাল আছে।’ এ নিয়ে সন্দেহে কোনও কারণ নেই বলেও তিনি মন্তব্য করেন।

 

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া