X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্রস্তাবের তুলনায় বৈদেশিক বিনিয়োগ কম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪২

সংসদ অধিবেশন (ফাইল ছবি) গত পাঁচ বছরে প্রস্তাবের তুলনায় বৈদেশিক বিনিয়োগ কম হয়েছে। ২০১৪ সালে যেখানে প্রস্তাবের প্রায় দ্বিগুণ বিনিয়োগ এসেছিল, ২০১৮ সালে তা ছিল অর্ধেকের কিছু বেশি। ২০১৭ সালের প্রস্তাবনার তুলনায় বিনিয়োগ পরিস্থিতি ছিল আরও খারাপ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের উপস্থাপিত তথ্যে এ চিত্র পাওয়া যায়। অবশ্য মন্ত্রী প্রস্তাবের তুলনায় বিনিয়োগ কমার বিষয়টি প্রকারান্তরে অস্বীকার করেন।
এর আগে জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা তার প্রশ্নে নিবন্ধনের তুলনায় প্রকৃত বিনিয়োগ কম হচ্ছে উল্লেখ করে এই তথ্য সত্য কিনা জানতে চান। সত্য হলে বিনিয়োগ বাড়াতে সরকারের পদক্ষেপও জানতে চান তিনি।
জবাবে আ ক ম মোজাম্মেল হক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কাছে ৫ বছরের নিবন্ধিত প্রস্তাবিত বিনিয়োগ ও প্রকৃত বিনিয়োগ তুলে ধরেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সালে ৯৩৬ দশমিক ৯৪ মিলিয়ন ডলার প্রস্তাবের বিপরীতে প্রকৃত বিনিয়োগ এসেছে ১ হাজার ৫৫১ দশমিক ২৮ মিলিয়ন ডলার, ২০১৫ সালে ৫৬২ দশমিক ৩০৩ মিলিয়ন ডলার প্রস্তাবের বিপরীতে প্রকৃত বিনিয়োগ এসেছে ২ হাজার ২৩৫ দশমিক ২৯ মিলিয়ন ডলার, ২০১৬ সালে ১১ হাজার ৩২১ দশমিক শূন্য ৫৪ মিলিয়ন ডলার প্রস্তাবের বিপরীতে প্রকৃত বিনিয়োগ এসেছে ২ হাজার ৩৩২ দশমিক ৭২ মিলিয়ন ডলার, ২০১৭ সালে ১০ হাজার ৪৬৯ দশমিক ৯৭ মিলিয়ন ডলার প্রস্তাবের বিপরীতে প্রকৃত বিনিয়োগ এসেছে ২ হাজার ১৫১ দশমিক ৫৬ মিলিয়ন ডলার এবং ২০১৮ সালে ৫ হাজার ১৬৬ দশমিক ৮২ মিলিয়ন ডলার প্রস্তাবের বিপরীতে প্রকৃত বিনিয়োগ এসেছে ৩ হাজার ৬১৩ দশমিক ৩০ মিলিয়ন ডলার।
বিনিয়োগ প্রস্তাব ও প্রকৃত বিনিয়োগের চিত্র উল্লেখ করে মন্ত্রী বলেন, এই তুলনামূলক চিত্র থেকে এটা বলা সমীচীন হবে না যে নিবন্ধনের তুলনায় প্রকৃত বিনিয়োগ অনেক কম।
তিনি জানান, কোনও বছরের নতুন বিনিয়োগ প্রস্তাবের পাশাপাশি পুরনো প্রস্তাবও অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে। ফলে একটি পঞ্জিকা বা অর্থবছরে প্রাপ্ত প্রকৃত বৈদেশিক বিনিয়োগের পরিমাণের সঙ্গে ওই বছরের প্রস্তাবের তুলনা করা কঠিন।

ঢাকার দুই সিটির গৃহকর পুনর্মূল্যায়নের নির্দেশ
ঢাকা-১১ আসনের এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ঢাকা মহানগরীতে গৃহকর পুনর্মূল্যায়নের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে অনুমতি দেওয়া হয়েছে। উভয় সিটি করপোরেশনকে অটোমেশনের মাধ্যমে অনলাইনভিত্তিক গৃহকর পুনর্মূল্যায়ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সমবায়ী ব্যাংকের অনাদায়ী ঋণ ১৯৩ কোটি টাকা
এ কে এম রহমতুল্লাহর অপর এক প্রশ্নের জবাবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, সমবায়ী ব্যাংকের বর্তমানে অনাদায়ী ঋণের পরিমাণ ১৯৩ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকা। এর মধ্যে কৃষি ঋণ ৩৬ কোটি ৬৯ লাখ ৮২ হাজার, প্রকল্প ঋণ ১০ কোটি ৬৯ লাখ ৪২ হাজার, প্রকল্প ঋণ (নারী) ৫৩ লাখ ৮২ হাজার টাকা, কনজুমার্স ঋণ ৭ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার, পার্সোনাল ঋণ ৫৫ কোটি ৯৪ লাখ ২ হাজার টাকা এবং স্বর্ণ বন্ধকি ঋণ ৮১ কোটি ৮৯ লাখ ২২ হাজার টাকা।
চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের আর্সেনিক ঝুঁকিপূর্ণ ৩১টি জেলার ১১৭টি উপজেলার ১ হাজার ২৯০টি ইউনিয়নে ২ লাখের মতো নিরাপদ পানির উৎস স্থাপন করা হচ্ছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী