X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চীনকে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার পাঠাচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৬

মাস্ক, গ্লাভস ও স্যানেটাইজার করোনা ভাইরাসের জন্য চীনকে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গ্লাভস পাঠাচ্ছে বাংলাদেশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) চীনের রাষ্ট্রদূত লি জিনমিংয়ের সঙ্গে বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন একথা জানিয়েছেন। 

তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনা নাগরিকদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ যেকোনও ধরনের সহায়তা করতে প্রস্তুত। 

সিঙ্গাপুর ছাড়া আর কোথাও বাংলাদেশি আক্রান্ত হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ‘যে ৩১২ জন চীন থেকে ফেরত এসেছে তারা সবাই ভালো আছে এবং বাসায় ফেরত গেছে।’

হুবেই প্রদেশে থাকা ১৭১ বাংলাদেশিকে ফেরত আনার একটি সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘চীনফেরত ৩১২ বাংলাদেশি ঘরে ফিরে গেছে এবং এখন হজ ক্যাম্প খালি আছে। এখন নতুনদের আনার একটি সুযোগ তৈরি হয়েছে।’

চীনের সঙ্গে বাণিজ্য কমবে কিনা এ বিষয়ে তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে সাময়িক সমস্যা হতে পারে। কিন্তু বড় কোনও ঝামেলা হবে না।’

চীনকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘অনেক চাইনিজ আছেন তারা বাংলাদেশে রয়ে গেছেন। আর যাদের আসার কথা ছিল তারা পরে আসবেন।’

বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে চীনের রাষ্ট্রদূত লি বলেন, ‘আমি অনেক সান্ত্বনাসূচক চিঠি পেয়েছি এবং স্থানীয় সংস্থা ও মানুষের কাছ থেকে অনুদান পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘চীনে নববর্ষ ছুটি দীর্ঘায়িত করা হয়েছিল এবং এখন চাইনিজরা কাজে ফেরত যাচ্ছে। আমার বিবেচনায় বাণিজ্যে এর কোনও প্রভাব পড়বে না।’

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য চীন থেকে কাঁচামাল আমদানি করা হয় এবং এর সরবরাহে কোনও প্রভাব পড়বে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমার মনে হয় এখানকার ব্যবসায়ীদের অন্য জায়গা থেকে মাল আনার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই।’

/এসএসজেড/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়