X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার পরিবার এখনও প্যারোলে মুক্তির আবেদন করেনি: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৪

ওবায়দুল কাদের (ছবি: সংগৃহীত) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবার এখনও তার প্যারোলে মুক্তির বিষয়ে লিখিত আবেদন করেনি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এ বিষয়ে আবেদন করলে খালেদা জিয়ার পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর করতে হবে। প্যারোলেও নিয়ম আছে। যুক্তিযুক্ত কারণ দিতে হয়। প্যারোল চাইলে সেই কারণ মন্ত্রণালয় খতিয়ে দেখবে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয় নিয়ে পর্দার আড়ালে কিছুই হচ্ছে না। এ বিষয়ে সবকিছুই ওপেন সিক্রেট। কোনোটাই সিক্রেসির মধ্যে নেই।
তিনি বলেন, আন্দোলনের কথা তারা (বিএনপি) বারবার বলে আসছে। এ বিষয়ে তাদের মধ্যে একটা দ্বিচারিতা লক্ষ করা যাচ্ছে। তাদের কেউ বলে মানবিক, কেউ বলে আন্দোলন ছাড়া মুক্তির পথ নেই।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে আগে ঠিক করতে হবে তারা কোন পথে খালেদা জিয়ার মুক্তি চায়।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার মামলাটি কোনও রাজনৈতিক মামলা নয়। তাকে তো বিনাবিচারে ডিটেনশনে দেওয়া হয়নি যে সরকার মানবিক কারণে বিষয়টা দেখতে পারে। এখানে বিষয়টি একেবারেই রাজনৈতিক নয়, এটা দুর্নীতির মামলা। এটা সরকারের বিবেচনার আওতায় আসে না।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা একটা পরিবর্তন এনেছি। প্রার্থী দেওয়া হচ্ছে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার বিচারে।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কুয়েতে মানবপাচারে যুক্ত সাংসদ কাজী শহিদ ইসলামের বিষয়টি দুদককে তদন্ত করতে বলা হবে।’
সড়কে শৃঙ্খলা ফেরানো প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সচেতনতা-সতর্কতা দুর্ঘটনা এড়ানোর সবচেয়ে উত্তম ব্যবস্থা। চালকের সঙ্গে যাত্রীরাও বেপরোয়া, পথচারীরাও বেপরোয়া। আমাদের সচেতনতার খুব বেশি অভাব। রাস্তা পারাপারের সময় অনেকেই নিয়ম মানি না। অনেকেই ফুটওভার ব্রিজ বাদ দিয়ে রাস্তা দিয়ে পার হন, ট্রাফিক সিগন্যাল মানেন না। অনেকে আবার মোবাইলে কথা বলতে বলতে রাস্তার এপাশ থেকে ওপাশ যান। যেন কেউ কোনও নিয়মের ধার ধারেন না। এ বিষয়ে সচেতন না হওয়াটাই মূল সমস্যা বলে মন্তব্য করেন তিনি।

/এসআই/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী