X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দেশে বর্তমানে ৮৮ হাজার কারাবন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫১

আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি) দেশের কারাগারগুলোর আসামি ধারণক্ষমতা  ৪৬ হাজারের ওপরে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘৮৮ হাজারের বেশি কারাবন্দি রয়েছে। এই বিপুল সংখ্যক কারাবন্দির জন্য সরকার শুধু নতুন কারাগার নির্মাণই করছে না, তাদের বিভিন্ন ট্রেড প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। যেন তারা বের হয়ে আর অপরাধে জড়িয়ে না পড়ে।’ সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদকের জোগান, সরবরাহ ও ক্ষতি কমানোর চেষ্টা করা হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ মোবাবিলা করে মাদক একেবারে নির্মূল করতে না পারলেও নিয়ন্ত্রণে আনতে পারবো বলে আশা করছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বদলে দেওয়ার কথা বলেছিলেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে দেশ সত্যিই বদলে গেছে। এটা এমনি এমনি হয়নি। এর পেছনে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ, সাহসী সৎ নেতৃত্ব।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সরকার সফল হয়েছে। দেশের মানুষকে একত্রিত করে জঙ্গি দমনে সফলতা এসেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এই তিন মেয়াদে পুলিশের জনবল ও সক্ষমতা বাড়িয়েছেন। পুলিশের যখন যেটা প্রয়োজন, তিনি সেটাই দিয়েছেন। এখন ‘৯৯৯’  নম্বরে কল দিলেই নানা রকম সেবা পাচ্ছে মানুষ। যার যে রকম সেবা দরকার, সেই সেবা তার দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।’

ইকনোমিস্টের উদ্ধৃতি দিয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘গণতান্ত্রিক সূচকে বাংলাদেশে নির্বাচনব্যবস্থা ও বহুদলীয় পরিস্থিতি ভালো। তাই দেশ এগিয়েছে।’ তিনি বলেন, ‘প্রতিদিন পত্রিকা খুললে দেখা যায়, গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, নির্বাচন ব্যবস্থা ভেঙে গেছে। কিন্তু গত ২২ জানুয়ারি ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট তাদের গবেষণা প্রতিষ্ঠান ইকনোমিস্ট ইন্টালিজেন্স পরিচালিত জরিপে বিশ্ব গণতন্ত্র সূচকের ফল প্রকাশ করে। ওই জরিপে দেখানো হয়েছে, বাংলাদেশ আট ধাপ এগিয়েছে।’

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, ‘তিনি বলেছেন, প্রয়োজনে লাথি মেরে সরকারকে সরিয়ে দিতে হবে। এটা রাজনীতির ভাষা নয়, এটা শিষ্টাচারের মধ্যে পড়ে না। তিনি তাদের পিছু ধরেছেন যারা মানুষ হত্যা করেছে, পুড়িয়ে মানুষ মেরেছে।’

জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অর্থনীতি স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে।’ তিনি বলেন, ‘যারা এই সংসদের বাইরে, তারা বলে দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্রে একটা কাঠামো থাকে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, জেলা ও জাতীয় নির্বাচন সরকার বাস্তবায়ন করেছে। গণতন্ত্রের অবকাঠামো স্থাপিত হয়েছে। এখন প্রয়োজন এই গণতান্ত্রিক সংস্কৃতি উন্নয়ন করা। এটি সময়সাপেক্ষ।’

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘এখন সারা বিশ্ব বাংলাদেশকে অনুকরণীয় মনে করে।’ এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিবারাত্রির পরিশ্রমের ফল বলেও তিনি মন্তব্য করেন।  

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী