X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মানুষ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনে উদগ্রীব হয়ে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২০, ১৪:৫১আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৫:০৫

সচিবলয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসা উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ সমাবেশ করছে। মুজিববর্ষ শুরুর অনুষ্ঠানের দিন কেউ প্রতিবাদ করতে চাইলে সরকার কী করবে-এই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এ বিষয়ে আমাদের দলের সাধারণ সম্পাদকের যে বক্তব্য, একই বক্তব্য আমারও। সারা দেশের মানুষ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনের জন্য উদগ্রীব হয়ে আছেন। কাজেই ওই দিন কেউ এ ধরনের পদক্ষেপ নেবে বলে মনে হয় না। আমাদের অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। আমরা সেভাবেই চলবো।  মুক্তিযুদ্ধে ভারত আমাদের যে সাপোর্ট দিয়েছে সেটা আমাদের মনে আছে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষে কিংবা মুজিববর্ষের অনুষ্ঠানে নাশকতার কোনও আশঙ্কা নেই। গোয়েন্দাদের কাছ থেকেও আমরা এমন কোনও তথ্য পাইনি।’ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপকমিটির সভা শেষে বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘মুজিববর্ষের সার্বিক নিরাপত্তার অংশ হিসেবে যে কোনও ধরনের নাশকতা প্রতিরোধে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারকারীদের নজরদারি করা হবে।’

তিনি জানান,  বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে লক্ষাধিক অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসবেন। তাদের ও কূটনীতিকদের আসন বিন্যাস ও বিভিন্ন ইভেন্টের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও সারাদেশের বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠান হবে। সেগুলোর নিরাপত্তার ব্যবস্থা স্থানীয়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করবেন।

ঢাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সকাল ১১টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। এ বিষয়ে চিঠি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে বলে জানান মন্ত্রী।

আরও পড়ুন- ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, দাসত্বের নয়: ওবায়দুল কাদের


/জেইউ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা