X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

করোনা নিয়ে সবার ডাক্তারি করার দরকার নেই: দীপু মনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ১৭:১৫আপডেট : ১১ মার্চ ২০২০, ১৮:০১

বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

করোনা ইস্যুতে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের দেশে আমরা সবাই ডাক্তারি করি। আমি অনুরোধ করবো, সবার ডাক্তারি করার দরকার নেই। আমরা যেনো দায়িত্বশীল ভূমিকা পালন করি।

বুধবার (১১ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নারী দিবসের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘দেশে একটি যোগ্য প্রতিষ্ঠান আইইডিসিআর রয়েছে। সেখানে বিশেষজ্ঞরা প্রতিদিন ব্রিফিং করছেন। তারা বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি তুলে ধরছেন প্রতিদিন। তারা বলে দিচ্ছেন, আমাদের কী কী করণীয়। তাই তাদের পরামর্শ অনুযায়ী নিজেদের এই বিপদ থেকে বাঁচার চেষ্টা করি।’

নারীর অধিকার প্রশ্নে ডা. দীপু মনি বলেন, ‘আমি যখন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাই, তখন শুধু নারী হওয়ার কারণে আমার বয়স নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আমার বয়স তখন চল্লিশের কোঠায়, আমার চেয়ে কম বয়সী পুরুষ পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন আমার আগে। তা নিয়ে প্রশ্ন উঠেনি। তবে নারীদের উন্নয়নের একটি ভরসার জায়গা বাংলাদেশে রয়েছে। সরকারি চাকরিতে রয়েছেন ২০ শতাংশের বেশি নারী। আওয়ামী লীগে নারী প্রায় ২৬ শতাংশ। আর কোনও রাজনৈতিক দলে এই সংখ্যক নারী নেই।’

দীপু মনি বলেন, ‘বঙ্গবন্ধুর সুরে বলতে চাই—নারীদের কেউ দায়ে রাখতে পারবে না। তবে নারীর অধিকার শুধু নারীর অধিকার হিসেবে নয়, মানবাধিকার এবং নারীর অধিকার একইভাবে দেখতে হবে। মানবাধিকারই নারীর অধিকার। নারী ও পুরুষ একসঙ্গে কাজ করলে নারী-পুরুষের অধিকার প্রতিষ্ঠা হবে, মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে।’

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘নেতিবাচক সংবাদ পাঠক খায়, ইতিবাচক সংবাদ খায়—এটা সংবাদ মাধ্যমকে পরিহার করতে হবে। সমাজে নেতিবচাক ইতিবাচক সব রকম ঘটনাই ঘটছে। সবটাই তুলে ধরতে হবে, শুধু নেতিবাচক নয়।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত নারী দিবসের আলোচনা ও ‘কণ্ঠস্বর’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাসিমা খান মন্টি, ডিআরইউ’র সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সাবেক সহসভাপতি মাহমুদা চৌধুরী, বর্তমান সহসভাপতি নজরুল কবির, ডি-ক্যাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাদিরা কিরন।   

/এসএমএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা