X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রতিদিন নয়, বঙ্গবন্ধু সাক্ষাৎ করবেন দু’দিন

উদিসা ইসলাম
২৩ মার্চ ২০২০, ১১:৪৭আপডেট : ২৩ মার্চ ২০২০, ১২:০০

১৯৭২ সালের ২৪ মার্চের পত্রিকা

 

নাগরিকরা তাদের অভাব অভিযোগের বিষয়ে জানাতে শুধু শুক্র ও রবিবার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎ পাবেন বলে জানানো হয়। তবে জরুরি ক্ষেত্রে সাক্ষাতের সময় নির্ধারণ করে নিয়ে যেকোনও দিনের ব্যবস্থা করা যেতে পারে বলেও উল্লেখ করা হয়। এদিনে ভারতীয় সেনার বিষয়ে বিশেষ প্রেস নোট জারি করতে হয়েছিল। এছাড়া বঙ্গবন্ধুর ২৯-৩১ মার্চের দুই জেলা সফরের কর্মসূচিও ছিল পত্রিকার পাতায়।

কাজে ব্যাঘাত ঘটায় সাক্ষাৎ দুদিন

বাস্তবতার নিরিখে বঙ্গবন্ধু এখন থেকে সাক্ষাৎ প্রার্থীদের সঙ্গে দু’দিন দেখা করবেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাজের মাঝখানে বাধা সৃষ্টি হলে সিদ্ধান্তে বিলম্ব হয়। বারবার ব্যাঘাত ঘটার কারণে কাজ পিছিয়ে যাওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী সচিবালয় নয়, প্রধানমন্ত্রীর বাসভবনে প্রতি শুক্র ও রবিবার সাক্ষাৎ প্রার্থীদের সঙ্গে দেখা করবেন বঙ্গবন্ধু। তিনি সপ্তাহের বাকি দিনগুলোয় কারও সঙ্গে সাক্ষাৎ করবেন না। শুক্রবার বিকাল ৫-৭টা এবং রবিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা এবং বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দেখা করতে হবে। নিয়মের বাইরে যদি জরুরি কোনও বিষয় থাকে সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর উপসচিবের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সাক্ষাতের সময় নির্ধারণ করে নিতে হবে। উপসচিবের সঙ্গে যোগাযোগের নম্বরটা পত্রিকা মারফত জনগণকে জানানো হবে।

১৯৭২ সালের ২৪ মার্চের পত্রিকা

ভারতীয় সেনার বিষয়ে প্রেসনোট

বাংলাদেশে কোনও কোনও স্থানে এখনও ভারতীয় সেনা তৎপর রয়েছে বলে যে প্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং এ ধরনের প্রচারের পেছনে সত্যের লেশমাত্র নেই। ২৩ মার্চ বৃহস্পতিবার ঢাকার প্রকাশিত এক প্রেস নোটে বলা হয় যে, কোনও কোনও স্বার্থান্বেষী মহল এই ধরনের দুরভিসন্ধিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চালাচ্ছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করা হয়। প্রকৃত ঘটনা হচ্ছে একদল সশস্ত্র প্রতিবেশী রাজ্য থেকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে। বাংলাদেশ সরকারের অনুরোধে এখন পার্বত্য চট্টগ্রামে ভারতীয় সেনা আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সাহায্য করছে।

মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর সভাপতিত্বে এইদিন সন্ধ্যায় মন্ত্রিসভার এক বিশেষ বৈঠক বসে। বৈঠকে বাংলাদেশ সরকারের নতুন শিল্পনীতি আগামী ২৬ মার্চ ঘোষণা সম্পর্কে আলোচনা হয়েছে বলে এনা পরিবহন খবরে প্রকাশ করা হয়। বৈঠকে নতুন শিল্প নীতিতে সমাজতান্ত্রিক অর্থনীতি আদর্শের রূপায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় বাংলাদেশের ত্রাণ ও পুনর্বাসনের কাজের অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তাছাড়া ও রাশিয়াসহ বিভিন্ন দেশের সহযোগিতার প্রশ্নটিও আলোচনায় স্থান পেয়েছে বলে খবরে প্রকাশ হয়।

জেলা র্যায়ের সফর নিয়ে উচ্ছ্বাস

বঙ্গবন্ধু ২৯ মার্চ চট্টগ্রাম পলোগ্রাউন্ডে বিকাল সাড়ে ৩টায় জনসভায় ভাষণ দেবেন। তিনি অন্যান্য রাজনৈতিক দলীয় নেতার সঙ্গে মিলিত হবেন। ৩০ মার্চ বঙ্গবন্ধু সকালে ঢাকা প্রত্যাবর্তনের আগে সেখানে বুদ্ধিজীবীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। ৩১ মার্চ বঙ্গবন্ধুর সকালে হেলিকপ্টারে খুলনা হয়ে যাবেন। তিনি সেখানে দু’দিন সফর করবেন। এর পরপরই তিনি সেখানকার সরকারি কর্মচারী আওয়ামী লীগ ছাত্রলীগ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মিলিত হবেন। বিকাল ৩টায় সার্কিট হাউস ময়দানে এক জনসভায় ভাষণ দেবেন। তিনি বুদ্ধিজীবীদের এক সমাবেশে বক্তৃতা করবেন ঢাকায় ফিরে আসবেন। দুই জেলাতেই তার সফর নিয়ে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা দিয়েছিল।

১৯৭২ সালের ২৪ মার্চের পত্রিকা

করাচিতে ১৭০ বাঙালি গ্রেফতার

বাংলাদেশ বেতারের খবরে প্রকাশ করাচি পুলিশ ১৭০ বাঙালিকে গ্রেফতার করেছে। এসব বাঙালি করাচিতে পাকিস্তানের নির্যাতন থেকে অব্যাহতি পাওয়ার জন্য একটি সমুদ্রগামী নৌকায় করে বোম্বাই যাওয়ার চেষ্টা করছিল। সেখান থেকে তারা বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন তারা। সেখানে বাঙালিদের ওপর পাকিস্তানি পুলিশ নির্যাতন চালাচ্ছে বলে খবর আসছিল। হতভাগ্য বাঙালি জাতি সমুদ্রপথে অথবা সীমান্ত পেরিয়ে ভারতে যেতে না পারে সেজন্য পাকিস্তানি পুলিশ ও রক্ষী বাহিনীর সমুদ্র সীমান্ত এলাকায় কড়া পাহারায় ছিল। সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করার প্রতিবাদ করেন পাকিস্তানের সাবেক কিছু বিচারক।

 

 

 

/ইউআই/এসটি/
সম্পর্কিত
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়