X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দুর্যোগের সময় চাকরিচ্যুতি দুঃখজনক: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২০, ১৫:৫৮আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৭:০৯

সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ গণমাধ্যমকর্মীদের চকরিচ্যুত না করতে মালিকপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘দুর্যোগের মধ্যে সবাই উৎকণ্ঠিত থাকে। এ সময় যেকোনও ধরনের চাকরিচ্যুতি অনভিপ্রেত ও দুঃখজনক। এ সময় মালিকপক্ষের যদি কোনও কারণে অসুবিধাও হয়, তারপরও সাংবাদিকদের চাকরিচ্যুত না করার জন্য তাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি।’

সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতাদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য সম্প্রচার আইন হবে, গণমাধ্যমকর্মী আইন হবে। গণমাধ্যমকর্মী আইন মন্ত্রিসভা হয়ে আগামী পার্লামেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যদি এটি সেখানে পাস হয়, তবে ইলেক্ট্রনিক-প্রিন্ট-অনলাইনসহ সব মিডিয়ার সাংবাদিকরা আইনি সুরক্ষা পাবেন। পাশাপাশি সম্প্রচার আইন তৈরিতেও আইন মন্ত্রণালয় কাজ শুরু করেছে। এই দুটি আইন হলে সব গণমাধ্যমকর্মীর আইনি সুরক্ষা দেওয়া সম্ভব হবে। সবারই আইনি সুরক্ষা প্রয়োজন। আমি আশা করি, খুব শিগগিরই গণমাধ্যমকর্মী আইনটি করতে পারবো।’

হাছান মাহমুদ বলেন, ‘ইতোপূর্বে আমি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতাসহ অন্যদের বলেছিলাম, গ্রুপ ইন্স্যুরেন্স করতে। মিডিয়া হাউজগুলো গ্রুপ ইন্স্যুরেন্স করলে হাউজের জন্যই ভালো। গ্রুপ ইন্স্যুরেন্স করলে কোনও সংবাদকর্মী অসুস্থ হলে কিংবা কোনও ধরনের দুর্ঘটনা বা অন্যকোনও কারণে তার কোনও অসুবিধা হলে, এর মাধ্যমে সহায়তা দেওয়া যায়। শুধু মিডিয়া হাউজগুলোই নয়; আমি মনে করি, এক্ষেত্রে সাংবাদিক ইউনিয়নগুলোও যোগ দিতে পারে।’

নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘নবম ওয়েজবোর্ড নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এটি একটি প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। এগুলো চাইলেই আমার পক্ষে এককভাবে করা সম্ভব নয়। আপনাদের বিষয়গুলো আমি জানি। যে ওয়েজবোর্ডটি ঘোষণা হয়েছে, সেটি বাস্তবায়ন করা প্রয়োজন। সে লক্ষ্যে যে কমিটি গঠন করা দরকার ছিল, সেই মনিটরিং কমিটি আমরা করে দিয়েছি। সেখানে সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিও থাকবেন। ওই কমিটি বিষয়টি মনিটর করবে। আশা করি, বিভিন্ন সংবাদপত্র নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করবে।’

করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের সুরক্ষার দাবি জানালে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সাংবাদিকদের পারসোনাল প্রোটেকশনের জন্য কিছু পদক্ষেপ নেবো।’

তথ্যমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগ। এটি সবাইকে সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। একে অপরকে দোষারোপ করার সংস্কৃতি বাদ দিয়ে, ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।’

এ সময় সেখানে ছিলেন—ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সহসভাপতি আব্দুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী প্রমুখ।


/এসএমএ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিজেন্ডের ছেলেকে নিয়ে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে
লিজেন্ডের ছেলেকে নিয়ে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা