X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আখাউড়ায় আটকে আছে শতাধিক পণ্যবাহী ট্রাক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ মার্চ ২০২০, ১১:৫৪আপডেট : ২৫ মার্চ ২০২০, ১২:০৮

আখাউড়া স্থলবন্দর ত্রিপুরাসহ ভারতের বেশিরভাগ এলাকায় লকডাউন ঘোষণা হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। মঙ্গলবার সকাল থেকে পূর্ব ঘোষণা ছাড়াই ভারতীয়রা পণ্য না নেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। এতে বাংলাদেশের ব্যবসায়ীদের লোকসান গুনতে হবে।

ত্রিপুরা থেকে প্রকাশিত একাধিক দৈনিক পত্রিকা সূত্রে জানা গেছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোমবার সন্ধ্যায় মহাকরণে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার দুপুর ২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের ঘোষণা দেন। ওই সময় অত্যাবশ্যকীয় পণ্য পরিবহন ব্যবস্থা চালু থাকার কথা বলা হয়।

তবে আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ভারতীয় ব্যবসায়ীরা আগে থেকে কিছুই জানায়নি। এতে করে আখাউড়া স্থলবন্দরে শতাধিক পণ্যবাহী ট্রাক বন্দরে এসে যায়। পণ্য পরিবহনের উদ্যোগ নেওয়া হলে ভারতীয় ব্যবসায়ীরা পণ্য নেবেন না বলে জানিয়ে দেন। ভারতীয় ব্যবসায়ীরা জানান, সোমবার অনেক দেরি করে বিষয়টি জেনেছেন বলে বাংলাদেশের ব্যবসায়ীদের অবগত করতে পারেননি।

শফিকুল ইসলাম আরও জানান, ‘এত পণ্য নিয়ে ট্রাক আটকে পড়ায় ব্যবসায়ীদের অনেক লোকসানের মুখে পড়তে হবে। তবে ওইসব পণ্যবাহী ট্রাক থেকে যেন কোনও ধরণের চার্জ না নেওয়া হয় সে বিষয়ে বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।’

এদিকে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও বন্ধ রয়েছে। তবে কূটনৈতিক ভিসাধারী যাত্রীদের যাতায়াত বিশেষ ব্যবস্থায় স্বাভাবিক রাখা হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ