X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘করোনা প্রতিরোধে দরকারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২০, ১৮:৫৫আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৯:০২

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় করোনা ভাইরাস প্রতিরোধে দরকারি পণ্য—পারসোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট, মাক্স, গ্লাভস, হ্যান্ড ওয়াস/স্যানিটাইজার, ওষুধ ইত্যাদি উৎপাদনকারী কারাখানা চালু রাখতে বলেছে সরকার। তাছাড়া যেসব রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানে আন্তর্জাতিক ক্রয় আদেশ বহাল রয়েছে তাও চালু রাখতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর এর জারি করা স্বাস্থ্য নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে প্রতিপালন সাপেক্ষে মালিকরা এসব কলকারখানা সচল রাখতে পারবেন।

শুক্রবার (২৭ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলামের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র সব মালিক ও শ্রমিক সংগঠনকে পাঠানো হয়েছে।

শ্রম মন্ত্রণালয়ের পত্রে উল্লেখ করা হয়েছে, শিল্প কারখানা বন্ধের বিষয়ে কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভিন্ন ভিন্ন বক্তব্য প্রচারিত হচ্ছে। এ বিভ্রান্তি দূর করতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। প্রয়োজনীয় কারখানা খোলা রাখলেও প্রত্যেক কর্মীকে দেহের তাপমাত্রা পরিমাপক থার্মাল স্ক্যানার ব্যবহারের মাধ্যমে পরীক্ষা করে কর্মক্ষেত্রে প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণের জন্য মালিকপক্ষকে অনুরোধ করা হচ্ছে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হলে এবং সর্দি, কাশি ও শ্বাস-প্রশ্বাসে সমস্যা থাকলে অর্থাৎ করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক ওই কর্মীকে বাধ্যতামূলক ছুটি দিয়ে সংগনিরোধ (কোয়ারেন্টিন) এর ব্যবস্থা করতে অনুরোধ করা হচ্ছে।

গত ২৫ মার্চ প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ভাতা প্রদানের জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনাসহ শ্রমিকেদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিতকরণে সবার প্রতি আহ্বান জানান। এ বিষয়টিও পত্রে উল্লেখ করা হয়।

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…