X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্থলবন্দর দিয়ে ঢুকলেই কোয়ারেন্টিনে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২০, ১৭:৩৮আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৭:৪০

 

ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: ফোকাস বাংলা

স্থলবন্দর দিয়ে ঢুকলেই কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনার কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে বর্ডার গার্ডকে নির্দেশনা দিয়েছি। বর্ডার থেকে যারা ঢোকার চেষ্টা করবে, সেখানে তাদেরকে আটকাবে, সেখানে তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হবে এবং সেইভাবে জায়গা ঠিক করা আছে।’

তিনি জানান, সোমবার বিভিন্ন স্থলবন্দর থেকে ৭২ জনকে এনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরমধ্যে বেনাপোলে ৫৪ জন, ভোমরায় ১৩ জন, বুড়িমারী একজন, বাংলাবান্ধা দিয়ে চার জন প্রবেশ করেছেন। তাদের সবাইকে আমরা কোয়ারেন্টিনের ব্যবস্থা করে দিয়েছি। আমরা এই এপ্রিল মাসে কাউকে ঢুকতে দেবো না। বর্ডার গার্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় যদি কেউ ঢোকে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে কোয়ারেন্টিনে রেখে আমাদের খবর দেবে। এই এপ্রিল মাসটা সুরক্ষিত রাখতে পারলে আমাদের কোনও চিন্তা থাকবে না।

এপ্রিল মাসকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সারাবিশ্বে করোনা রোগী বেড়ে যাওয়ার একটা ট্রেন্ড আছে। আমাদের এই সময়টা এসে গেছে। এপ্রিল মাস সেই সময়টা। এ মাসটা ওভারকাম করতে পারলে আমরা সুরক্ষায় থাকবো। মাসটা ভালোভাবে কাটাতে পারলে আল্লাহর রহমতে আমাদের আর সমস্যা হবে না।’

ফেনী জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, ‘সারাদেশে অনেক তরিতরকারি-ফলমূল উৎপাদিত হচ্ছে, এই পণ্যগুলো পরিবহনের জন্য কোনও বাধা না হয়, সেই ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি নির্দেশ যেতে পারে। আর  আমরা যে খাবার দিচ্ছি, এই খাবারের সঙ্গে বাচ্চাদের জন্য দুধ দেওয়া যেতে পারে। অনেক দুধ তৈরি হচ্ছে সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। এভাবে এটা কাজে লাগানো যেতে পারে।’

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট জেলায় করোনা রোগী পাওয়া গেছে কিনা, তার খোঁজখবর নেন। তিনি বলেন, ‘আমরা চাই, জেলাগুলো করোনামুক্ত থাকুক। সবাইকে সঙ্গে নিয়ে দলমত নির্বিশেষে কমিটি করে ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে। তাহলে মানুষের আর কষ্টটা থাকবে না।’

সব জেলা প্রশাসকদের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘কোনও মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়। একটা মানুষও যেন গৃহহীন না থাকে, সেটার দিকে বিশেষভাবে নজর দিতে হবে।’

মঙ্গলবার তিনি  সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা