X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দুর্যোগে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২০, ১৭:২২আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৮:২৫

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশ-বিদেশের যেখান থেকেই হোক, দুর্যোগের সময় গুজব ছড়ালে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমরা লক্ষ করেছি, দেশে যখনই কোনও দুর্যোগময় পরিস্থিতি সৃষ্টি হয়, তখনই কিছু মানুষ গুজব ছড়ায়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তারা জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালায়। খুঁজে বের করে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সংবাদ কক্ষে তথ্য মন্ত্রণালয়ের জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর প্রধান ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। পরে এক তথ্য বিবরণীতে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানো হয়।

হাছান মাহমুদ বলেন, ‘একটি মহল দুর্যোগের সময় সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টায় লিপ্ত থাকে। আমাদের তথ্য অধিদফতর এই বিষয়গুলো নজরে রাখছে। ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দয়া করে কেউ গুজব ছড়ানোর চেষ্টা করবেন না।’

বিদেশ থেকেও অনেক ধরনের গুজব তৈরি করা হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিদেশে যেসব বাংলাদেশি নানা কারণে আছেন, তারা কিন্তু সবাই অত্যন্ত দেশপ্রেমিক। তবে তাদের মধ্যে দুই-একজনকে আমরা দেখতে পাচ্ছি, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে দেশের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা হয়তো মনে করছে, বিদেশে আছে বিধায় ধরাছোঁয়ার বাইরে। কিন্তু তারা বাংলাদেশের নাগরিক, সুতরাং যেখান থেকেই অপকর্ম করুক না কেন, সরকার আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং তা করবে।’

হাছান মাহমুদ দেশের সব গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আজকে যখন দেশের সব মানুষ ঘরের মধ্যে অবস্থান করছে, সাংবাদিকরা এই প্রতিকূল পরিস্থিতিতেও মানুষের কাছে সংবাদ পরিবেশন করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। তাদের ধন্যবাদ জানাই। আমি সব সংবাদমাধ্যমের সম্মানিত কর্মকর্তা ও সাংবাদিক ভাই-বোনদের অনুরোধ জানাবো, আমাদের লক্ষ্য হবে জনগণ যাতে সঠিক সংবাদ ও তথ্য পায়। সংবাদের কাটতির জন্য কেউ যেন জনগণের মধ্যে আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি না করেন।’

তথ্যমন্ত্রী এ সময় দেশের ক্যাবল নেটওয়ার্ক পরিচালনাকারীদেরও ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এখন মানুষ টেলিভিশন দেখছে, টেলিভিশনের মাধ্যমে তথ্য পাচ্ছে এবং আপনারা ক্যাবল নেটওয়ার্ক সঠিকভাবে পরিচালনা করছেন, এ জন্য ধন্যবাদ জানাই। সেইসঙ্গে আপনাদের অনুরোধ জানাই, যাতে এই ক্যাবল নেটওয়ার্ক পরিচালনায় ব্যত্যয় না ঘটে। কোথাও ব্যত্যয় ঘটলে প্রশাসনের সহায়তা নেন।’

সরকারের বেতার, টেলিভিশন, তথ্য অধিদফতর এবং গণযোগাযোগ অধিদফতরগুলো জরুরি সেবার অন্তর্ভুক্ত উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘অন্যান্য সরকারি এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও, আমাদের এই প্রতিষ্ঠানগুলো চালু আছে এবং এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা সব প্রতিকূলতার মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছেন। এজন্য আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’

আমরা আজকে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করেছি, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি গণযোগাযোগ অধিদফতর ও তথ্য অধিদফতরের আঞ্চলিক বা মাঠপর্যায়ে যারা কর্মরত, এ দুর্যোগে জনগণকে সঠিক তথ্য দিয়ে তারা স্ব-স্ব অফিসে দায়িত্ব পালন করবেন।

এ সময় তথ্যসচিব কামরুন নাহার, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এসএম হারুন-অর-রশীদ, অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মিজান উল আলমসহ তথ্য মন্ত্রণালয় ও এর জরুরি সংস্থাগুলোর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট