X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ভিডিও কনফারেন্সে সামাজিক দূরত্ব রক্ষা করেনি গাজীপুর জেলা প্রশাসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২০, ১২:০০আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৩:৫৯

ভিডিও কনফারেন্সের জন্য এভাবেই বসার আয়োজন করেছিল গাজীপুর প্রশাসন প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়ার সময় সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি গাজীপুর জেলা প্রশাসনকে। সোমবার (২০ এপ্রিল) ভিডিও কনফারেন্সকালে এ দৃশ্য দেখা গেছে। প্রধানমন্ত্রী ঢাকা ও ময়মনসিংহসহ ৮ জেলার প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। সূচনা বক্তব্য দেওয়ার পর তিনি প্রথম কথা বলেন গাজীপুর জেলার সঙ্গে।

ভিডিও কনফারেন্সে দেখা গেছে, জেলা প্রশাসকের ডানে ও বামে মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং প্রশাসনের কর্মকর্তারা অনেকটা কাছাকাছি বসেছেন। বসার আয়োজনে প্রধানমন্ত্রী নিজেও কিছুটা উষ্মা প্রকাশ করেন।

কাছাকাছি বসা দেখে  প্রধানমন্ত্রী বলে ওঠেন,  ‘এত ঘন হয়ে বসে তো..।’ প্রধানমন্ত্রী ওই সময় আর কিছু না বলে গাজীপুর জেলা প্রশাসককে বক্তব্য শেষ করার নির্দেশ দেন।

ভিডিও কনফারেন্সের জন্য এভাবেই বসার আয়োজন করেছিল গাজীপুর প্রশাসন

পরে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি তার নিজের চেয়ার ছেড়ে জেলা প্রশাসকের পাশে এসে কথা বলেন। এসময় তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর অনেকটা গা ঘেঁষে দাঁড়ান। স্বাস্থ্য বিভাগের প্রতিনিধির বক্তব্য শুরুতে দূরত্ব বজায় রেখে না বসায় প্রধানমন্ত্রী আবারও উষ্মা প্রকাশ করে বলেন,  ‘আপনারা যে রকম ঠাসাঠাসি করে বসেছেন, তাতে তো আদৌ...।’

ভিডিও কনফারেন্সে গাজীপুর থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য ও মেহের আফরোজ চুমকি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, পুলিশ সুপার, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান