X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আড়ংয়ে কেনাকাটায় একজন ক্রেতা পাবেন একঘণ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২০, ১৪:৫০আপডেট : ০৯ মে ২০২০, ১৫:৪১

আড়ং সরকারের নির্দেশনা অনুযায়ী আড়ং সীমিত পরিসরে তাদের ২১ আউটলেটের মধ্যে ১৭টি আউটলেট খুলবে আগামীকাল রবিবার (১০ মে) থেকে। অনলাইনে নাম নিবন্ধন করেই একজন ক্রেতা আড়ংয়ে প্রবেশের সুযোগ পাবেন। আর কেনাকাটার জন্য সময় পাবেন এক ঘণ্টা। তবে পোশাক ট্রায়ালের সুযোগ পাবেন না।

শনিবার (৯ মে) সকালে অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্র্যাক সোশ্যাল এন্টারপ্রাইজেসের ম্যানেজিং ডিরেক্টর তামারা আবেদ। এসময় ব্র্যাকের কমিউনিকেশন এবং আউটরিচ বিভাগের পরিচালক মৌটুশি কবির ও আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার আশরাফুল আলম উপস্থিত ছিলেন।  

তামারা আবেদ বলেন,  ‘ভিড় ব্যবস্থাপনার জন্য আমরা অনলাইন বুকিং সিস্টেম চালু করেছি। যতজন ক্রেতাকে প্রবেশের সুযোগ দিতে পারবো ততটুকু স্লট কিন্তু আমরা অনলাইনে বরাদ্দ রেখেছি। শপিংয়ে আসার আগে অনলাইনে গিয়ে আউটলেট সিলেক্ট করে টাইম স্লট বুক করতে হবে। বুকিং কনফারমেশন হিসেবে মোবাইলে এসএমএস আসবে, যা আড়ং আউটলেটে প্রবেশের সময় দেখাতে হবে। তাছাড়া প্রবেশের সময় শরীরের তাপমাত্রার মাপার ব্যবস্থা তো থাকছেই।’

টাইম স্লট নির্ধারণের বিষয়ে তিনি বলেন, ‘এক একটি আউটলেটের বর্গফুট অনুযায়ী সাইজ ৩ ফুট মেইন্টেইন করে এক একটি আউটলেটে কত বর্গফুট জায়গা আছে তা হিসাব করে, কতজন লোককে ধারণ করা যাবে সেটা নির্ধারণ করেছি। সেখান থেকে বাদ দিয়েছি আমাদের স্টাফ কতজন থাকবে সেই সংখ্যা। সকাল ১০টা থেকে বিকাল ৪টা এই সময়টিকে আমরা ঘণ্টা হিসেবে ভাগ করেছি। আমাদের হাতে প্রতিদিন আছে ৬টি স্লট। প্রত্যেক ক্রেতাকে আমরা এক ঘণ্টা সময় দিচ্ছি। এছাড়া বিভিন্ন সেকশনে আমরা নির্দিষ্ট দূরত্বে লাইনে দাড়িয়ে সামগ্রী নেওয়ার ব্যবস্থা রেখেছি। যদি কোনও সেকশনে লোক বেশি হয়ে যায় সেক্ষেত্রে সেখান থেকে দু’জন করে বের হওয়ার পর আরও দু’জন করে প্রবেশের সুযোগ দেওয়া হবে। আউটলেটের ভেতরে নির্দিষ্ট সেকশনে যাতে অতিরিক্ত লোক সমাগম না হয় আমরা সেই ব্যবস্থাও নিয়েছি। আপাতত ট্রায়ালরুম বন্ধ থাকবে। ক্রেতারা আপাতত পরিবর্তনের সুযোগ পাবেন না। পরিস্থিতি একেবারের নরমাল হয়ে গেলে পরিবর্তনের  সুযোগ পাবেন তারা। তখন থেকে ৩০ দিন সময় পাবেন এখনকার কেনা পণ্য পরিবর্তন করার।’

তিনি বলেন, ‘আমরা অনেক চিন্তা-ভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ আড়ংয়ের সঙ্গে প্রায় ৬৫ হাজার কারুশিল্পী জড়িত আছেন। তাদের জীবিকা আমাদের ওপর নির্ভরশীল। স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আমরা সবাই অবগত। আপনারা জানেন আড়ং কোনও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়, এটি ব্র্যাকের একটি প্রতিষ্ঠান। এটার মুনাফা সম্পূর্ণটাই আড়ংয়ের বিনিয়োগ এবং সামাজিক কল্যাণে ব্যবহৃত হয়। সুতরাং এই সিদ্ধান্তের সঙ্গে এখানে কোনও ব্যক্তির লাভবান হওয়ার কিছুই নেই।’

তিনি বলেন, ‘২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করার আগে আমরা পহেলা বৈশাখের সামগ্রী কিনে নিয়েছিলাম। বাকিতে কোনও সামগ্রী কারও কাছ থেকে আমরা নেই না। শতভাগ টাকা পরিশোধ করে পণ্য কেনা হয়েছে। বৈশাখের সামগ্রী ১৪ এপ্রিলের মধ্যে বিক্রি হলে আমাদের স্টকরুম খালি হয়। এরপর ঈদের মাল আমরা নিতে থাকি। এর মধ্যে যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, তারা তো তাদের পুঁজি বিনিয়োগ করে মাল কিনে তারপর আড়ংয়ের সামগ্রীগুলো তৈরি করেন। আপনারা জানেন আমাদের বাৎসরিক আয়ের ৪৫ শতাংশ পণ্য বিক্রি থেকে আসে। হঠাৎ করে সাধারণ ছুটি ঘোষণায় পণ্য উৎপাদকরা তাদের পণ্য আমাদেরকে সরবরাহ করে টাকা পাওয়ার সুযোগ পায়নি। বর্তমান পরিস্থিতিতে এই পুঁজি পুরোটা তুলে আনার তেমন কোনও সুযোগ না থাকায় অল্প পরিসরে আমরা যদি কিছু মাল বিক্রির ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা আগামীতে তাদের আরও কাজ দিতে পারবো। এখন যেই মাল থেকে যাবে এটা কিন্তু আগামী ৬-৭ মাস লেগে যাবে বিক্রি করতে। আবার মাল যদি আমরা বিক্রি করতে না পারি তাহলে আমাদের স্টোরেও জায়গা হবে না। সবকিছু বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

আউটলেট খোলা প্রসঙ্গে তামারা আবেদ বলে, যেসব এলাকায় শপিং মলের ভেতর আউটলেট আছে সেগুলো খোলা হবে না। যেসব আউটলেট সম্পূর্ণ আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আছে সেগুলো খুলতেই আমরা সাচ্ছন্দ্যবোধ করছি। স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে যেসব নির্দেশনা আছে সেগুলো আমরা মাথায় রেখেই ব্যবস্থা করেছি। আমাদের আউটলেটগুলো প্রতি ঘণ্টায় জীবাণুমুক্ত করা, যেগুলো মানুষ ধরছে সেগুলো স্যানিটাইজ করা। এছাড়া আমাদের সব স্টাফের যাওয়া-আসার জন্য নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থা করেছি। আমরা শুধু ৩০ শতাংশ স্টাফ ব্যবহার করছি।

পণ্য স্যানিটাইজ করা থাকবে নাকি এমন প্রশ্নের জবাবে তামারা বলেন, ‘আমাদের এখানে যারা প্রবেশ করবেন তারা তো অবশ্যই মাস্ক পরে, হ্যান্ড স্যানিটাইজ করে প্রবেশ করবেন। আর আমাদের মালপত্র তো এখনও কেউ ধরেনি। হ্যান্ড স্যানিটাইজ করে ঢুকে হয়তো কিছু প্রোডাক্ট নাড়াচাড়া করবেন, পণ্য কিনবেন এবং বের হয়ে যাবেন। আমি আশা করবো তারা যেন বাসায় গিয়ে আবার হাত ধুয়ে ফেলেন। প্রোডাক্টের গায়ে কিছুটা রিস্ক তো থেকেই যায়। আমার পরামর্শ থাকবে বাসায় ব্যাগ নিয়ে যাওয়ার পর দুই তিনদিন সেটা ঘরের এক কোনায় ফেলে রাখুন। কারণ আমরা এখনও কোনও স্বীকৃত রিপোর্ট পাইনি যে করোনাভাইরাস কোনও সারফেসে কতক্ষণ থাকতে পারে।’

/এসও/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ