X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘সরাসরি কৃষকের কাছ থেকে ৮ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২০, ১৭:২৬আপডেট : ১৩ মে ২০২০, ১৭:২৯

 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (ফাইল ফটো)

চলতি বোরো মৌসুমে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরাসরি ৮ লাখ মেট্রিক টন ধান  কিনবে সরকার। সে লক্ষ্যে লটারি করে নির্বাচিত কৃষকদের নামের চূড়ান্ত তালিকা ইউনিয়ন অফিসের তথ্যকেন্দ্রে ঝুলিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ঢাকা বিভাগেরকর্মকর্তাদের এসব নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

ভিডিও কনফারেন্সে ঢাকা বিভাগের আওতাধীন প্রতিটি জেলার করোনা পরিস্থিতি, চলতি বোরো ধান কাটা-মাড়াই, সরকারিভাবে ধান ও চাল সংগ্রহসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, ‘চলতি বোরো মৌসুমে যেসব কৃষক বোরো চাষ করেছেন, এমন প্রকৃত কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করতে হবে। লটারি করার পর চূড়ান্তভাবে নির্বাচিত কৃষকের নামের তালিকা ইউনিয়ন অফিসের তথ্যকেন্দ্রে ঝুলিয়ে রাখতে হবে। যাতে সবাই দেখতে পায়। এ সব কাজ অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে দিয়ে করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘ধান-চাল সংগ্রহের ক্ষেত্রে প্রতিটি উপজেলায় সংগ্রহ কমিটি রয়েছে। সংগ্রহ কমিটিকে প্রতিটি ইউনিয়নে গিয়ে কৃষকের উপস্থিতিতে লটারি করতে হবে।’

কেনার ক্ষেত্রে ধানের আদ্রতার সমস্যার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘কৃষকের ধান দেওয়ার ক্ষেত্রে আদ্রতা নিয়ে একটু সমস্যা হয়। কিন্তু প্রতিটি উপজেলার কৃষি অফিসে আদ্রতা মাপার যন্ত্র রয়েছে। কৃষকের নামের লটারি করার পর উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা চূড়ান্তভাবে নির্বাচিত কৃষকের বাড়িতে গিয়ে তাদের ধানের আদ্রতা পরিমাপ করার ব্যবস্থা নিতে পারেন, যা কৃষকের জন্য খুব উপকার হবে।’

ঢাকা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘কৃষকের স্বার্থের কথা চিন্তা করে তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। কৃষক যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।’

খাদ্যমন্ত্রী আরও  বলেন, ‘খাদ্যশস্য সংগ্রহে যাতে কোনও অনিয়ম না হয়, সেজন্য কর্মকর্তাদের কড়া দৃষ্টি রাখতে হবে। কোনও কৃষক যেন খাদ্যগুদামে ধান দিতে এসে ফেরত না যান এবং কোনোভাবেই যেন কৃষক হয়রানি না হন, সেজন্য কর্মকর্তা-কর্মচারীদেরকে সতর্ক থাকতে হবে।’

এছাড়া,খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমে সবাইকে সহযোগিতা করার ও করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি ও নিরাপদ দূরত্ব মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে ৮ লাখ মেট্রিক টন ধান, ৩৬ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৫ টাকা কেজি দরে দেড় লাখ মেট্রিক টন আতপ  চাল এবং ২৮ টাকা কেজি দরে ৭৫ হাজার মেট্রিক টন গম কিনবে সরকার।

 

/এসএমএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’