X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সমাজতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যেতে ছাত্রলীগের প্রতি বঙ্গবন্ধুর আহ্বান

উদিসা ইসলাম
২১ মে ২০২০, ০৭:৫৮আপডেট : ২১ মে ২০২০, ০৭:৫৮

সমাজতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যেতে ছাত্রলীগের প্রতি বঙ্গবন্ধুর আহ্বান সমাজতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যেতে ছাত্রলীগ কর্মীদের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭২ সালের ২১ মে আ স ম আবদুর রব ও শাহজাহান সিরাজের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল নির্বাচনে বিজয়ী ছাত্রলীগের কর্মী ও ছাত্ররা বঙ্গবন্ধুর আশীর্বাদ গ্রহণের জন্য গণভবনে গেলে তিনি এ আহ্বান জানান। বাসসের সংবাদে জানানো হয়, বঙ্গবন্ধু সন্ধ্যায় গণভবনে পেছনের প্রশস্ত বারান্দায় তাদের সঙ্গে মিলিত হন। বঙ্গবন্ধু তাদের সঙ্গে বেশ কিছু সময় আলাপ করেন। আলাপের সময় বঙ্গবন্ধু ছাত্রদেরকে স্বাধীনতার জন্য তারা যেভাবে লড়াই করেছে সেই সহযোগিতা ও মনোবল নিয়ে স্বাধীনতা রক্ষা ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার উপদেশ দেন।
এর আগে ছাত্রনেতা রব বঙ্গবন্ধুকে আশ্বাস দিয়ে বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে তারা দেশে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবেন। তিনি ঘোষণা করেন, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর বিরুদ্ধে সকল আভ্যন্তরীণ ও গভীর ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য সংগ্রাম করে যাবে। বঙ্গবন্ধুর জনপ্রিয়তা হ্রাসই এসব ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য। তিনি বলেন, আগামী ৫০ বছর বাংলাদেশে বিকল্প কোনও নেতৃত্বের সম্ভাবনা নেই। তিনি বলেন, এদেশের সাধারণ মানুষের জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখেই বাংলাদেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের সহকারী সম্পাদক মাহবুবুর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়িত করার জন্য এই ছাত্র সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাবে।

এসময় ছাত্রদের স্লোগানের ভাষা ছিল,, ‘বঙ্গবন্ধু জিন্দাবাদ, জয় বাংলা’, ‘সর্বহারার অপর নাম শেখ মুজিবুর রহমান’, ‘শেখ মুজিবের মন্ত্র সমাজতন্ত্র’, ‘পুঁজিপতির গদিতে আগুন জ্বালো’, ‘স্বাধীনতা এনেছি সমাজতন্ত্র আনবো’ প্রভৃতি। সভা শেষে ছাত্ররা স্লোগান দিতে দিতে ছত্রভঙ্গ হয়ে যায়।

সমাজতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যেতে ছাত্রলীগের প্রতি বঙ্গবন্ধুর আহ্বান

রূপপুর আণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ

বাংলাদেশ সরকার রূপপুর পারমাণবিক শক্তি কেন্দ্র পরিকল্পনা যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়নের কাজে হাত দেবে বলে ১৯৭২ সালের ২২ মে এর দৈনিক বাংলায় খবর প্রকাশিত হয়। এতে বলা হয়, সরকার এ ব্যাপারে সরকার বিভিন্ন দিক গভীরভাবে বিবেচনা করে দেখছে। সরকারের সামনে এখন মূল সমস্যা হচ্ছে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি।  বিশ্ববিদ্যালয়ের তড়িৎ শক্তি উন্নয়ন' শীর্ষক সেমিনারে প্রাকৃতিক সম্পদ বৈজ্ঞানিক ও প্রযুক্তি গবেষণা বিষয়ক মন্ত্রী ড. মফিজ চৌধুরী প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ ব্যাপারে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের জন্য বেশ কিছু দিন সময় লাগতে পারে উল্লেখ করা হয়। খবরে বলা হয়, ১৯৬১-৬২ সালে পাবনা জেলার হার্ডিং ব্রিজের পাশে অবস্থিত রূপপুর গ্রামটিকে আলোচ্য প্রকল্পের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। তারপর ১৯৬৩ সালে ২৬০ জন জমি ক্রয় করা হয় এখন পর্যন্ত সে প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় পড়ে আছে। বর্তমানে এই এলাকার মোট ৭৫ টি বাসভবন সমাপ্ত অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে।

 ডাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জয়

ডাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জয়লাভ করে। মোট ১৮ টি আসনের মধ্যে ভিপি ও জিএসসহ ১৭ টি আসনে জয়ী হয় ছাত্র ইউনিয়ন। শাহজাহান সিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ছাত্রলীগ একটিতে জয় লাভ করে। ২১ মে সরকারিভাবে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম ডাকসুর সহ-সভাপতি ও মাহবুব জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

/এমআর/
সম্পর্কিত
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি