X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খুলনা বিভাগে করোনায় সুস্থতার হার ৩৭ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২০, ১৬:৩৫আপডেট : ২৭ মে ২০২০, ২১:২৫

করোনা পরীক্ষা

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে খুলনা বিভাগে সুস্থতার হার ৩৬ দশমিক ৮১ শতাংশ। বুধবার (২৭ মে) পর্যন্ত এ বিভাগে মোট আক্রান্ত ৪৪০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৬২ জন। জাতীয় পর্যায়ে সুস্থতার হার ২০ দশমিক ৭০ শতাংশ। সারাদেশে করোনায় আক্রান্ত মোট ৩৮ হাজার ২৯২ জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৯২৫ জন।

বুধবার (২৭ মে) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিতপ্রতিবেদন এবং আইইডিসিআরের সংবাদ বুলেটিন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

জাতীয় পর্যায়ের তুলনায় খুলনা বিভাগে সুস্থতার হার যেমন বেশি, তেমনই মৃত্যুর হারও বেশি। বুধবার পর্যন্ত জাতীয় পর্যায়ে মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ। খুলনা বিভাগে এ হার এক দশমিক ৮১ শতাংশ। এ বিভাগে মোট আক্রান্ত ৪৪০ জনের মধ্যে মারা গেছেন ৮ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ১১ দিনের মাথায় খুলনা বিভাগে প্রথম করোনা পজিটিভ পাওয়া যায়। এ বিভাগের চুয়াডাঙ্গা জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বর্তমানে বিভাগের ১০টি জেলার সবগুলোতেই করোনা পজিটিভ রোগী রয়েছে। এ বিভাগে সবচেয়ে বেশি করোনা পজিটিভ রয়েছে যশোর জেলায়। বুধবার নতুন করে আক্রান্ত তিন জনসহ এ জেলায় বর্তমানে মোট আক্রান্ত ১০০ জন। খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে কম আক্রান্ত মেহেরপুর জেলায়। এ জেলায় করোনা পজিটিভের সংখ্যা ১১ জন। এদের মধ্যে একজন মারা গেছেন, সুস্থ হয়েছেন ৫ জন। আর বাড়িতেই চিকিৎসাধীন ৫ জন। হাসপাতালে কোনও রোগী নেই। অন্যদিকে, খুলনা বিভাগের জেলাগুলোর মধ্যে সবার পরে করোনাভাইরাস শনাক্ত হওয়া সাতক্ষীরা জেলায় আক্রান্তের সংখ্যা বেড়েছে লাফিয়ে লাফিয়ে। বুধবার নতুন করে দুই জনসহ সাতক্ষীরায় বর্তমানে মোট আক্রান্ত ৩৬ জন। কেউ মারা যাননি। এদের মধ্যে সুস্থও হয়েছেন একজন। এদিকে যশোর জেলায় আক্রান্ত বেশি হলেও এ জেলায় এখনও করোনায় কেউ মারা যাননি। আবার যশোরে সুস্থও হয়েছেন বেশি। বুধবার পর্যন্ত এ জেলায় মোট ৫৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। করোনা পজিটিভের দিক দিয়ে যশোরের পড়ে রয়েছে চুয়াডাঙ্গা জেলা। এ জেলায় আক্রান্ত ৮৫ জন এবং এরপর খুলনা জেলায় আক্রান্ত ৫৯ জন।

বুধবার খুলনা বিভাগে নতুন করে আট জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এদের মধ্যে খুলনা জেলায় তিন জন, সাতক্ষীরায় দুই জন এবং যশোরে তিন জন। এ বিভাগে একইসঙ্গে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১০ জন।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়