X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর দিবা-নিশি কাজের কারণে দেশে করোনায় মৃত্যু কম: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২০, ১৫:৫৬আপডেট : ২৩ জুন ২০২০, ১৫:৫৬

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর হার কম বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘করোনাভাইরাসের ফলে পৃথিবীতে যে কয়টি দেশে মৃত্যুর হার কম তার মধ্যে বাংলাদেশের অবস্থান। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার সারা পৃথিবীর উন্নত দেশগুলোর চেয়ে কমতো বটেই, ভারত-পাকিস্তানের চেয়েও কম।’

মঙ্গলবার (২৩ জুন) সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সীমিত সম্পদ, সীমিত সামর্থ্য দিয়ে প্রধানমন্ত্রী দিবা-নিশি কাজ করে যেভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, এই কারণেই আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম। জনগণ যদি আরও সচেতন হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলে আক্রান্তের হার কমবে এবং একইসঙ্গে মৃত্যুর হারও আরও অনেক কমবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতিতে সারাবিশ্ব স্তব্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অর্থমন্ত্রী একটি সাহসী বাজেট ঘোষণা করেছে। একটু আগে বিরোধী দলীয় এমপি হারুনুর রশিদ সাহেব বক্তৃতা করছিলেন, তিনি বলছিলেন এই বাজেট বাস্তবায়নের সক্ষমতা আছে কিনা। গত ১১ বছর ধরে শুনে আসছি প্রতিবার বাজেট পেশ করার পর এই বলা হয় বিএনপির পক্ষ থেকে। তার সাথে সুর মিলিয়ে তাদের সমমনা দলগুলো আর কিছু প্রতিষ্ঠানে আছে যারা সমালোচনা না করলে মনে করে যে তাদের পাণ্ডিত্য ফলানো হচ্ছে না। তাদের পাণ্ডিত্য ফলানোর জন্য তারা সব সময় বলেন যে, এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে গত ১১ বছরে বাজেট বাস্তবায়নের হার হচ্ছে ৯৫ থেকে ৯৭, ৯৮ শতাংশ। প্রতি বাজেটের পর বিএনপিসহ কয়েকটি দল আর কিছু বুদ্ধিজীবী তারা বলেন এটি উচ্চাভিলাসী। এবারও একই কথা বলা হয়েছে। এই বাজেট উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়নযোগ্য না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই অভিলাষ যদি না থাকে, উচ্চাভিলাষ না থাকে, তাহলে সে অভিলাষ পূরণের তাগাদা থাকে না, অভিলাষ পূরণের জন্য প্রচেষ্টা থাকে না।’

বিএনপির বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘তিনি বলেছেন সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর জন্য। তিনি হয়তো বাজেটটি ঠিকমতো পড়েন নাই। যদি পড়তেন তাহলে উনি এ কথা বলতেন না। সামাজিক নিরাপত্তা খাতে বাজেটের ১৬ শতাংশের বেশি এবার বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছরের তুলনায় ১৪ হাজার কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে এবার।’

 

 

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া