X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

করোনা পরীক্ষা: সরকারি ফি জমা দিতে বানানো হচ্ছে অ্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২০, ২১:০৬আপডেট : ০২ জুলাই ২০২০, ২১:১০




করোনাভাইরাস করোনা পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি অনলাইনে জমা দিতে একটি অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া নমুনা সংগ্রহের স্থানে ক্যাশ মেমোর মাধ্যমেও ফি পরিশোধ করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এই ফি সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এই তথ্য জানান।

নাসিমা সুলতানা বলেন, বুধবার একটি নির্দেশনা দেশের সব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন, বিভাগীয় পরিচালক এবং সব হাসপাতালের তত্ত্বাবধায়ক, জেলা হাসপাতাল এবং অন্যান্য সব হাসপাতালের তত্ত্বাবধায়কদের আমরা জানিয়েছি। আমরা বলেছি, যে স্থানে নমুনা সংগৃহীত হবে, সেখানে সরকারি ফি ক্যাশ মেমোর মাধ্যমে গ্রহণ করা হবে। সরকারি কোষাগারের যে নম্বর দেওয়া আছে পরিপত্রে সেখানেই জমা হবে এই ফি। তবে স্বাস্থ্য অধিদফতর একটি অ্যাপ তৈরি করার জন্য কাজ করছে। অ্যাপ তৈরি হলে এর মাধ্যমেও অর্থ সরকারি কোষাগারে জমা হবে।

করোনা পরীক্ষার ফি ও হারের বিস্তারিত তথ্য তুলে ধরে ডা. নাসিমা বলেন, সরকারি প্রতিষ্ঠানে পরীক্ষার ক্ষেত্রে বুথে বা হাসপাতালে নমুনা দিয়ে আসলে পরীক্ষার ফি ২০০ টাকা। কারো বাসা থেকে নমুনা সংগ্রহ করলে পরীক্ষার ফি ৫০০ টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর পরীক্ষায় ২০০ টাকা ধার্য করা হয়েছে। সব সরকারি হাসপাতালের ক্ষেত্রে উল্লেখিত হারে ফি নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এই আদেশ কার্যকর হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

তবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই হার কার্যকর নয় জানিয়ে তিনি বলেন, বেসরকরি হাসপতাল ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে করোনা পরীক্ষার ফি আগেই নির্ধারণ করে দেওয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে এক হাজার টাকা এবং পরীক্ষার ফি সাড়ে তিন হাজার টাকা লাগবে। অর্থাৎ মোট সাড়ে চার হাজার টাকা। রোগী যদি হাসপাতাল বা ডায়াগনোস্টিক সেন্টারে গিয়ে নমুনা জমা দেন, তাহলে তা পরীক্ষার ফি সাড়ে তিন হাজার টাকা।

 

/এসও/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
ড. ইউনূস মহাসমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন: দাবি আইনজীবীর
ড. ইউনূস মহাসমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন: দাবি আইনজীবীর
ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি