X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রাজশাহী বিভাগে ২৭ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত

রাজশাহী প্রতিনিধি
৩০ জুলাই ২০২০, ১৫:২৮আপডেট : ৩০ জুলাই ২০২০, ১৫:২৯

সিরাজগঞ্জে বাড়ছে বন্যার পানি বন্যায় রাজশাহী বিভাগে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নষ্ট হয়েছে ২৭ হাজার ৭৭৩ হেক্টর জমির ফসল। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রাজশাহী, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে এই ক্ষতি হয়েছে।

বন্যার কারণে রাজশাহী জেলায় ১১ হাজার ২৩৫ জন, নাটোরে ৩০ হাজার ৫০০ জন, নওগাঁয় ১৮ হাজার ৯৬৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪০০ জন, সিরাজগঞ্জে ৫ লাখ ৪ হাজার এবং বগুড়ায় ১ লাখ ৩৩ হাজার ৯০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বন্যায় রাজশাহী জেলার ১১৫ বর্গ কিলোমিটার প্লাবিত হয়েছে। নাটোরের সিংড়া, নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলা, দুটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। নওগাঁ সদর, জেলার মান্দা, আত্রাই, রাণীনগর, পোরশা, সাপাহার ও মহাদেবপুরসহ সাত উপজেলার ১৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। মান্দা, রাণীনগর ও আত্রাই উপজেলার বাঁধ ও স্লুইসগেট এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

এছাড়া সিরাজগঞ্জের কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর, উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার মোট এক হাজার ২৮ কিলোমিটার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বগুড়ার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ১৬৭টি গ্রাম প্লাবিত হয়েছে। পাবনার বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভাগের আট জেলার মধ্যে শুধু জয়পুরহাটে এখন পর্যন্ত বন্যা দেখা দেয়নি।

এদিকে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর তিন হাজার ৩০০ মিটার ও মহানন্দা নদীর এক হাজার ৭৫৪ মিটার বাঁধ অংশে ফাটল দেখা দিয়েছে। পদ্মা নদীর পানি এখন বিপদসীমার এক দশমিক ৬৪ মিটার, মহানন্দা নদীর পানি শূন্য দশমিক ৮৬ মিটার ও পূনর্ভবা নদীর পানি শূন্য দশমিক ৬১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তথ্য বিবরণীতে জানানো হয়, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। রাজশাহীতে ২০ মেট্রিক টন চাল ও এক লাখ ২০ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে। বিতরণ করা হয়েছে ৯৬০ প্যাকেট শুকনো খাবার। নাটোরে ৬৮ মেট্রিক টন চাল ও নগদ ৪ লাখ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি