X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এক মাসে দুর্ঘটনা ২৯৩, নিহত ৩৫৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২০, ১৯:০৪আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১৯:০৫

এক মাসে দুর্ঘটনা ২৯৩, নিহত ৩৫৬ গত জুলাই মাসে মোট ২৯৩টি দুর্ঘটনায় ৩৫৬ জন নিহত ও ৩৪১ জন আহত হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। এই সময়ে ১৬টি নৌ-দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ২১ জন নিখোঁজ হয়েছেন। এছাড়া চারটি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন চার জন।

বুধবার (৫ আগস্ট) গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি। দেশের সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিকস মিডিয়ার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি হয়েছে।

সংগঠনটি আরো জানায়, নিহতের মধ্যে ৬৪ জন নারী ও ৩৫ জন শিশু রয়েছে। বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ১০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯৮ জন, যা মোট নিহতের ২৭ দশমিক ৫২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৬ দশমিক ৫১ শতাংশ। দুর্ঘটনায় ৮৪ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৩ দশমিক ৫৯ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন। যা মোট দুর্ঘটনার ১৪ দশমিক ৮৮ শতাংশ। তবে গত জুন মাসের তুলনায় জুলাই মাসে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কিছুটা কমেছে। জুন মাসে ২৯৭টি দুর্ঘটনায় ৩৬১জন নিহত হয়েছিলেন। এই হিসাবে জুলাই মাসে দুর্ঘটনা ১ দশমিক ৩৬ শতাংশ এবং ১ দশমিক ৪০ শতাংশ প্রাণহানি কমেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনায় ১৮ জন ট্রাক যাত্রী, ১৪ জন বাস যাত্রী, ৯ জন পিকআপ যাত্রী, চার জন কাভার্ডভ্যান যাত্রী, পাঁচ জন মাইক্রোবাস যাত্রী, ২৩ জন প্রাইভেটকার যাত্রী, তিন জন অ্যাম্বুলেন্স যাত্রী, ছয় ট্রলি যাত্রী, দুই জন লরি যাত্রী, ২২ জন সিএনজি চালিত অটোরিকশা যাত্রী, ২০ জন ইজিবাইক-অটোরিকশা যাত্রী, ১৩ জন নসিমন-করিমন যাত্রী, ৯ জন ভটভটি-আলমসাধু-মাহিন্দ্র যাত্রী, ১১ জন রিকশা ও রিকশাভ্যান যাত্রী, সাত জন লেগুনা যাত্রী, একজন টমটম যাত্রী, দুই জন পাওয়ারট্রিলার যাত্রী এবং পাঁচ জন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১১৬টি (৩৯ দশমিক ৫৯) জাতীয় মহাসড়কে, ৯৮টি (৩৩ দশমিক ৪৪) আঞ্চলিক সড়কে, ৪৮টি (১৬ দশমিক ৩৮) গ্রামীণ সড়কে এবং ৩১টি (১০ দশমিক ৫৮) শহরের সড়কে সংঘটিত হয়েছে। দুর্ঘটনাগুলোর মধ্যে ৭২টি (২৪ দশমিক ৫৭) মুখোমুখি, ৭৮টি (২৬ দশমিক ৬২) নিয়ন্ত্রণ হারিয়ে, ৮৬টি (২৯ দশমিক ৩৫) পথচারীকে চাপা বা ধাক্কা, ৪৩টি (১৬ দশমিক ৬৭) যানবাহনের পেছনে আঘাত এবং ১৪টি (৪ দশমিক ৭৭) অন্যান্য কারণে ঘটেছে।

বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে, এখানে ৭০টি দুর্ঘটনায় ৭৬ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা খুলনা বিভাগে। একক জেলা হিসেবে ময়মনসিংহে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে, এখানে ১৬টি দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনা সবচেয়ে কম মৌলভীবাজরে, এখানে দুটি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

 

/এসএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা