X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নদীর পানি আরও কমছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২০, ১৭:৩০আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৭:৩৭

বন্যায় জামালপুরের ইসলামপুরের একটি এলাকা দেশের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হচ্ছে, বেশিরভাগ নদীর পানি কমেছে। আজ রবিবার (৯ আগস্ট) মাত্র ৮টি নদীর পানি ১১টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল শনিবার (৮ আগস্ট) ১২টি নদীর ১৬টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান জানান, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি কমছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একইভাবে গঙ্গা-পদ্মা নদীর পানিও কমছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে উত্তর পূর্বাঞ্চলের ওপরের দিকে মেঘনা অববাহিকার প্রধান নদ নদীগুলোর পানিও কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একইভাবে ঢাকার আশেপাশের নদীগুলোর পানিও কমছে। এই পরিস্থিতিও আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পানি কমতে থাকা জেলাগুলোর মধ্যে আগামী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। একইভাবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা সিটি করপোরেশনের আশেপাশের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে।

গতকাল শনিবার যমুনা নদীর একটি পয়েন্টের পানি বিপৎসীমার ওপরে থাকলেও আজ তা নেমে গেছে। এদিকে আজ গুড় নদীর সিংড়া পয়েন্টে ৫২ থেকে কমে ৪৩, আত্রাই নদীর বাঘাবাড়ি পয়েন্টে ৭ থেকে বেড়ে ২৭, ধলেশ্বরী নদীর এলাসিন পয়েন্টে ৪৮ থেকে কমে ৩৬ এবং জাগির পয়েন্টে ৪৮ থেকে কমে ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ উত্তর পূর্বাঞ্চলে পানির মতো কমতে শুরু করেছে ঢাকার আশেপাশের নদীগুলোর পানিও। এর মধ্যে বালু নদীর ডেমরা পয়েন্ট এবং লাক্ষ্যা নদীর নারায়ণগঞ্জ পয়েন্টের পানি গতকাল বিপৎসীমার ওপরে থাকলেও আজ তা নেমে গেছে। অন্যদিকে তুরাগ নদীর পানি মিরপুর পয়েন্টে ৪১ থেকে কমে ৩২ এবং টঙ্গী খালের টঙ্গী পয়েন্টে পানি ৩৭ থেকে কমে ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে মানিকগঞ্জের কালিগঙ্গা নদীর তারাঘাট পয়েন্টে ৪৬ থেকে ৩৬, বংশী নদীর নায়েরহাট পয়েন্টে ৯ থেকে কমে ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে এখনও পদ্মা নদীর পানি কমলেও কিছু পয়েন্টের পানি বিপৎসীমার ওপরেই আছে। এই নদীর গোয়ালন্দ পয়েন্টে এখন ৩৮ থেকে কমে ২৯, ভাগ্যকুল পয়েন্ট ২০ থেকে কমে ১১ এবং মাওয়া পয়েন্টে ২২ থেকে কমে ৮ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
যদিও নদীর পানি এখন কমছে কিন্তু এই মাসের মাঝামাঝি থেকে আবারও পানি বাড়ার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর ও বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র। ফলে মাসের শেষে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংশ্লিষ্টরা।

/এসএনএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী