X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কোকোর কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২০, ১৪:১১আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৪:১২

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন দলের নেতাকর্মীরা। কোকোর ৫১ তম জন্মদিন উপলক্ষে বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করা হয়।

নেতাকর্মীরা অভিযোগ করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন নেতাকর্মীরা কবর জিয়ারত করতে গেলে পুলিশ বাধা দেয়। পরবর্তীতে পুলিশ নজরুল ইসলাখ খানসহ দলের কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতাকে বনানী কবরস্থানের ভেতরে গিয়ে কবর জিয়ারত করতে দেন। অন্যান্য নেতাকর্মীরা এসময় কবরস্থানের বাইরে দাঁড়িয়ে ছিলেন।   

কবর জিয়ারত শেষে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও এদেশের জনগণের ভোটে প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে এসেছিলাম। অনিবার্য কারণে যে আবেগ নিয়ে এসেছিলাম সেই আবেগ নিয়ে সবাই কবরস্থানের পাশে গিয়ে দোয়া করতে পারিনি। শুনেছি আপনারাও বাইরে বসে মোনাজাত করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছি। খুন, গুম ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের জন্য দোয়া করেছি।’

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, ‘আমরা বিচারবহির্ভূত হত্যাকে একটি অপরাধ মনে করি। জনগণের ভোটে নির্বাচিত না, এমন একটি অগণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু থাকলে সেখানে জনগণের প্রতি সরকারের কোনও দায়বদ্ধতা ও জবাবদিহিতা থাকে না। ফলে এরকম বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটে।’

কবরস্থানের ভেতরে কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরফুদ্দিন সপু, ক্রিয়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, ইশরাক হোসেন প্রমুখ। আর কবরস্থানে বাইরে দাঁড়িয়ে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনসহ কিছু নেতাকর্মী।

 

/এএইচআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে