X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘১৫ ও ২১ আগস্টের হামলাকারীরা দেশে-বিদেশে ঘাপটি মেরে ষড়যন্ত্র করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২০, ১০:১৯আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২০:৫৪

 

আলোচনা সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, জেল হত্যা এবং বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারী জননেত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা একই সূত্রে গাঁথা। এসব প্রচেষ্টার পেছনে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংস করা, বাংলা ভাষা, বাঙালি জাতি ও সংবিধানের চার মূলনীতি ধ্বংস করে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যারা পঁচাত্তরের ১৫ আগস্ট, ৩ নভেম্বর বা ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছে, তারা এখনও দেশে-বিদেশে বসবাস করে ঘাপটি মেরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধুর আদর্শের প্রতিটি সৈনিককে এই পরাজিত অশুভ শত্রুদের রুখতে সচেতন থাকতে হবে।’

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ, টেলিটক বাংলাদেশ লিমিটেড শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বৃহস্পতিবার এসব কথা বলেন মন্ত্রী।

বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ, টেলিটক বাংলাদেশ লিমিটেড শাখার প্রধান উপদেষ্টা টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি প্রকৌশলী মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ, টেলিটক বাংলাদেশ লিমিটেড শাখার নেতা প্রকৌশলী রনক আহসান।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘জাতির পিতা কেবল স্বাধীনতাই দেননি, তিনি যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েও আইটিইউ-ইউপিইউর সদস্যপদ এবং বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ প্রতিষ্ঠার মাধ্যমে ডিজিটালাইজেশনের বীজ বপন করে গেছেন। বঙ্গবন্ধুর রক্তের সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে সেই বীজ আজ বিশাল মহীরুহে রূপ নিচ্ছে। ২০০৮ সালে জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা কর্মসূচির রূপরেখা। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের বাংলাদেশ বিশ্বে ডিজিটালাইজেশন ও উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। করোনাকালেও গ্রামের মানুষটি পর্যন্ত উপলব্ধি করছেন ডিজিটাল বাংলাদেশ না থাকলে বৈশ্বিক মহামারির এই ক্রান্তিলগ্নে মানুষের জীবনযাত্রা বিপন্ন হতো।’

আজকের এই বাংলাদেশের ভিত্তিপ্রস্তর ৯৬ সালে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থাপন করেছিলেন উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলাদেশে রাজনীতিবিদদের মধ্যে তিনিই প্রথম, ব্যক্তি যিনি নিজের হাতে কম্পিউটার এবং ডায়ালআপ ইন্টারনেট ব্যবহার করেছেন।’

২০০১ সাল থেকে ২০০৮ আবার বাংলাদেশকে পিছিয়ে নেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতেও আমাদের জীবনযাত্রা থমকে যায়নি। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ধারাবাহিকতায় ৪১ সালে জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠার রূপকল্পই কেবল বাস্তবায়ন করছেন না, তিনি ২১০০ সালের বাংলাদেশ রূপকল্প জাতিকে উপহার দিয়েছেন।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রকৌশলী আবদুস সবুর বলেন, বঙ্গবন্ধু সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত দেশকে বহুদূর এগিয়ে নিয়ে গেছেন। টেলিকম, শিক্ষা, প্রকৌশল, চিকিৎসা এবং কৃষিসহ প্রতিটি সেক্টরের উন্নয়নের রূপকল্প তিনি তৈরি করে গেছেন। তিনি বেঁচে থাকলে বহু আগেই উন্নত দেশে রূপান্তর হতো।

সভাপতির বক্তৃতায় টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র হয়েছিল। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তিনি বলেন, দেশের অগ্রগতির অগ্রযাত্রায় বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ যেকোনও ভূমিকা গ্রহণে বদ্ধপরিকর।

/এইচএএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ