X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পিছিয়ে যাওয়া ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে অক্টোবরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৮

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দুই সপ্তাহব্যাপী ধাপে ধাপে সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশজুড়ে এই ক্যাম্পেইন চলবে। আর ক্যাম্পেইন শেষ হওয়ার পর অতিরিক্ত আরও চারদিন দুর্গম এলাকায় চলবে এই ক্যাম্পেইন। অন্যান্য বছর এই ক্যাম্পেইন জুন মাসে হলেও চলতি বছরে করোনা মহামারির কারণে সেটা সম্ভব হয়নি।

আজ বুধবার ( ২৩ সেপ্টেম্বর) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের লাইন ডিরেক্টর ডা. এস এস এম মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, করোনা পরিস্থিতি মোকাবিলায় একেক দিন একেক কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিন দিন আগে স্থানীয় প্রশাসন এই সূচি ঘোষণা করবে।

ডা. এস এস এম মুস্তাফিজুর রহমান জানান, ৪ অক্টোবর থেকে ক্যাম্পইন শুরু হবে। শহর ও গ্রামে এক লাখ ২০ হাজার ইপিআই কেন্দ্রে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে তা চলবে। ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তবে এ বছর অন্যান্য বছরের মতো কোনও ভ্রাম্যমাণ কেন্দ্র থাকছে না।

প্রতি সপ্তাহে যে সব কেন্দ্রে ইপিআর টিকার কার্যক্রম থাকবে, সে সব কেন্দ্রে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন বন্ধ থাকবে। সেই হিসেবে প্রতি সপ্তাহে চার দিন করে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন  চলবে। ক্যাম্পেইন সংক্রান্ত সংবাদ সম্মেলন

তিনি বলেন, ‘এ বছর প্রায় দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। দুই লাখ ৯৩ হাজার স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন পরিচালনা করবেন। এবার কোনও ভ্রাম্যমাণ কেন্দ্র থাকছে না।  এর বাইরেও ক্যাম্পেইন শেষ হবার পর দুর্গম এলাকা (হার্ড টু রিচ) এলাকাগুলোতে আরও চার দিন এ ক্যাম্পেইন চলববে।‘

সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান জানান, চলতি বছর করোনা মহামারির কারণে গত জুনে এই ক্যাম্পেইন স্থগিত করা হয়।  একইসঙ্গে সব শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় সম্ভব হবে কিনা সে বিষয়েও আশঙ্কা প্রকাশে করে তিনি বলেন, ‘যেহেতু আট দিনের ক্যাম্পেইন, আমরা আশা করছি ৯০ শতাংশ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো সম্ভব হবে।’

তিনি জানান, ‘ক্যাম্পেইন চলাকালে করোনার সাবধানতা হিসেবে মাঠপর্যায়ে কাজ করা স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের সার্জিক্যাল মাস্ক সরবরাহ করা হবে। ছয় থেকে ১২ মাস বয়সী আনুমানিক ২০ লাখ ৪০ হাজার শিশুকে নীল রঙের ক্যাপসুল, এক থেকে পাঁচ বছর বয়সী প্রায় এক কোটি ৯৩ লাখ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ছয় মাসের কম এবং পাঁচ বছরের বেশি বয়সী কোনও শিশু অসুস্থ থাকলে তাকে ক্যাপসুল খাওয়ানো হবে না। ক্যাম্পেইন চলাকালে কোনও শিশু বাদ পড়লে আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে।’

জানা যায়, ভিটামিন 'এ' শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন 'এ' শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,  ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। বাংলাদেশে  ভিটামিন 'এ' এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান প্রতি বছরই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করে থাকে।

তবে ক্যাম্পেইনের দিনে ছয় মাসের কম বয়সী, পাঁচ বছরের বেশি বয়সী, চার মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল পেয়েছে এমন শিশু এবং অসুস্থ শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

সাংবাদিকদের  জানানো হয়, ক্যাম্পেইনের আগের দিন ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় মাইকিং করা হবে। এছাড়াও তার আগের শুক্রবার জুমার নামাজের সময়ে ভিটামিন এ ক্যাপসুলের প্রয়োজনীয়তা সর্ম্পকে অবহিত করে কাছের টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করা হবে। একইসঙ্গে অন্যান্য উপাসনালয় থেকেও একই কার্যক্রম গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে জানানো হয়, কেন্দ্রগুলোতে অবশ্যই প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ক্যাপসুল খাওয়াতে হবে। কোনোভাবেই অভিভাবকদের কাছে এ ক্যাপসুল দেওয়া হবে না।

 

 

/জেএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি