X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সৌদিতে রোহিঙ্গাদের পাসপোর্টের বিষয়ে মিয়ানমারের সঙ্গে যোগাযোগের পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২০:০২

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ফাইল ফটো) সৌদি আরবে অবস্থান করা ৫৪ হাজার রোহিঙ্গার পাসপোর্টের বিষয়ে সৌদি সরকারকে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার দফতরে সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, ‘আমরা বলেছি, তোমরা বরং মিয়ানমারকে আগে বলো। সৌদি আরব জানে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। স্বাভাবিকভাবে আমরা তাদের বলেছি—তোমরা মিয়ানমারকে আগে বলো।’

পররাষ্ট্রমন্ত্রী চলমান এই সংকটের বিষয়ে বলেন, ‘৩০-৪০ বছর আগে তৎকালীন সৌদি বাদশাহ ঘোষণা করেন, রোহিঙ্গাদের তিনি তার দেশে আশ্রয় দেবেন। অনেক রোহিঙ্গা তখন সৌদি আরবে যায়। কিন্তু তাদের কোনও পাসপোর্ট নেই। এখন সৌদি আরব বলছে, তাদের দেশে তারা কোনও রাষ্ট্রহীন ব্যক্তিকে রাখে না। তারা বলছে, রোহিঙ্গারা অনেকেই বাংলাদেশ থেকে এসেছে। এ কারণে বাংলাদেশকে এসব রোহিঙ্গার পাসপোর্ট দিতে বলে তারা। আমরা বলেছি, আগে কখনও ওদের পাসপোর্ট দেওয়া হয়েছে এবং যদি এমন প্রমাণাদি দেখাতে পারে যে তারা কখনও বাংলাদেশে ছিল—কেবল তাহলেই তাদের পাসপোর্ট ইস্যু করবো।’

পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, ‘তারা (সৌদি আরব) বলেছে, পাসপোর্ট ইস্যুর অর্থ এই নয় যে তাদের আমরা বিতাড়িত করবো। যেহেতু আমরা কোনও স্টেটলেস লোক রাখি না, সেজন্য তাদের পাসপোর্ট দরকার। এ অবস্থায় আমাদের আলোচনা হচ্ছে।’

রোহিঙ্গাদের পাসপোর্ট না দিলে সৌদি থেকে অন্য বাংলাদেশিদের ফেরত পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, ‘দুষ্টু প্রকৃতির লোক সব জায়গায় আছে। লোয়ার লেভেলের লোকেরা উসকানি দেয়।’

সাত বছর পর বাংলাদেশ থেকে লোক যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এজন্য বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলো অসন্তুষ্ট। তারা বিভিন্ন ধরনের চেষ্টা চরিতার্থ চালিয়ে যাচ্ছে।’

ইকামার মেয়াদ বৃদ্ধি
মন্ত্রী বলেন, ‘সৌদি আরব লিখিতভাবে জানিয়েছে, বাংলাদেশিদের জন্য ইকামার সময় ২৪ দিন বাড়ানো হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা দুশ্চিন্তায় ছিলাম। অনেকের চাকরি বা ব্যবসার সমস্যা হওয়ার আশঙ্কা ছিল। সৌদি সরকারের সঙ্গে অনেক দেনদরবার করেছি। কিন্তু কোনও সুফল পাইনি। তবে বুধবার (২৩ সেপ্টেম্বর) ভালো খবর পেয়েছি।’

বুধবার এক বৈঠকে অনেক সিদ্ধান্ত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সৌদি এয়ারলাইন্স বাংলাদেশে আসতে চাইছিল। কিন্তু যেহেতু বিমানকে অনুমতি দেয়নি, সেজন্য বিমান মন্ত্রণালয় তাদের বাদ দিয়েছিল। আমরা বৈঠকে বললাম, এটি বড় বিষয় না।’ তারা যখন সময় হবে, তখন বিমানকে ল্যান্ডিংয়ের পারমিশন দেবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘যেহেতু সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এলে আমাদের লোকেরা যাবে; সিদ্ধান্ত নিলাম তাদের আসতে দেবো।’

এছাড়া বিমানের ফ্লাইট ১ অক্টোবর থেকে চালু হবে এবং এরমধ্যে যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তারা রবিবার (২৭ সেপ্টেম্বর) থেকে সৌদি দূতাবাসের মাধ্যমে ভিসা নবায়ন করতে পারবেন বলে জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রী প্রবাসীদের টিকিট বা ভিসা আনতে গেলে শৃঙ্খলা মেনে চলার অনুরোধ করেন।

একইসঙ্গে আগামী অক্টোবর থেকে ওমানে বাংলাদেশিরা যেতে পারবেন বলেও জানান পররাষ্ট্র মন্ত্রী।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা