X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভিসার মেয়াদ বৃদ্ধি কার্যক্রম শুরু হয়নি, হতাশায় সৌদি প্রবাসীরা

চৌধুরী আকবর হোসেন
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৯:৩০

ভিসার মেয়াদ, টিকিট, করোনা পরীক্ষাসহ নানা কিছু নিয়ে বিভ্রান্তি ও হয়রানিতে সৌদি প্রবাসীরা (ছবি: ফোকাস বাংলা) সৌদি দূতাবাস রবিবার (২৭ সেপ্টেম্বর) খুলবে এমন ঘোষণায় নোয়াখালী থেকে শনিবার ঢাকায় আসেন মো. সাব্বির। ভোর রাতেই  দূতাবাসের সামনে লাইনে দাঁড়ান তিনি। তার মতো কয়েক হাজার প্রবাসী জড়ো হন দূতাবাসের সামনে। কিন্তু দূতাবাস প্রবাসীদের ভিসা আবেদন নেয়নি। দূতাবাসের অনুমোদিত কিছু ভিসা প্রসেসিং এজেন্সির কাছে যেতে বলা হয়। সেখানে গিয়েও কাজ না হওয়ায় বাড়ি ফিরে যান সাব্বির। তার মতো ভিসার মেয়াদ শেষ হতে যাওয়ায় সৌদি প্রবাসীরা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।  আবেদন নয়, স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ বাড়াতে কূটনৈতিক তৎপরতা বাড়াতে সরকারের কাছে দাবি প্রবাসীদের।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সৌদি প্রবাসীরা কাওরান বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। ফ্লাইটের টিকিট,  স্বয়ংক্রিয়ভাবে ভিসা ও ইকামার মেয়াদ বৃদ্ধির দাবিতে এই বিক্ষোভ করেন তারা।  এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এরপর বিক্ষোভকারী প্রবাসীদের একাংশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আরেকাংশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে চলে যান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে তারা অবস্থান নেন। অনিশ্চয়তায় সৌদি প্রবাসীরা (ছবি: ফোকাস বাংলা)

সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ভিসার মেয়াদ শেষ হয় মো. লিটনের। তিনি শনিবার  ঢাকায় আসেন কুমিল্লা থেকে। মো. লিটন বলেন, ‘রবিবার  দূতাবাসে গিয়েছিলাম। কিন্তু কোনও কাজ হয়নি।  তারা ৩১টি ভিসা এজেন্সিতে যেতে বলেছে। সেখানেও গেলাম, কোনও কাজ হয়নি। অহেতুক ঢাকায় আসলাম কষ্ট করে। আজ (মঙ্গলবার) বাড়িতে চলে যাচ্ছি। যাওয়া আসায় টাকা তো নষ্ট হয়েছেই, কষ্টও হয়েছে অনেক।’

জানা গেছে, ছুটিতে এসে আটকে পড়া সৌদি আরব প্রবাসীদের ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে এখনও কোনও অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি। যদিও সৌদি আরব ইকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই ঘোষণার পর রবিবার প্রবাসীরা সৌদি দূতাবাসে গিয়ে হাজির হন। দূতাবাস থেকে প্রবাসীদের জানানো হয়, আবেদন করতে হবে নির্ধারিত ৩১ ভিসা এজেন্সির মাধ্যমে। অন্যদিকে ভিসা সেন্টারগুলো বলছে, তাদের কাছে দূতাবাসের কোনও নির্দেশনা এখনও আসেনি। সৌদি প্রবাসীরা (ছবি: ফোকাস বাংলা)

সৌদি দূতাবাস অনুমোদিত তানজুম কনসালটেন্সি সার্ভিসের ভিসা কনসালটেন্ট হাবিব উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজও (মঙ্গলবার) আমাদের কাছে দূতাবাস থেকে কোনও নির্দেশনা আসেনি। যার কারণে আমরা এখনও কোনও কার্যক্রম শুরু করিনি।’

মিডল ইস্ট কনসালটেন্সি’র ভিসা কনসালটেন্ট মো. শামীম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সৌদির এখনও কোনও নির্দেশনা নেই ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে। আমরা কোনও প্রবাসীর আবেদন গ্রহণ করছি না। দূতাবাসের নির্দেশনা ছাড়া তো কোনও কাজ করা সম্ভব হবে না।’

আরও পড়ুন-

টিকিটের সঙ্গে করোনার রিপোর্ট নিয়েও সংশয়

বিভ্রান্তিতে আছেন প্রবাসীরা

সৌদি এয়ারলাইন্সের সামনে প্রবাসীদের মানবেতর দিনরাত্রী

দূতাবাস নয়, ভিসার মেয়াদ বাড়ানো যাবে এজেন্সির মাধ্যমে

ঋণ শোধের দুশ্চিন্তায় প্রবাসী কর্মীরা

সঠিক তথ্য না পাওয়ায় বিমান অফিসে প্রবাসীদের জটলা

যেভাবে সৌদি প্রবাসীদের টিকিট দেবে বিমান

সৌদি আরবে আকামার মেয়াদ বাড়লো ২৪ দিন

সৌদি প্রবাসীদের ঢাকায় ভিসা পেতে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

 

 

 

 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ কমলো ৮২ হাজার ৮১৮ টাকা
সৌদি আরবের দেওয়া টার্গেট পূরণ: ভিসা হয়েছে ৮৫ ভাগ হজযাত্রীর
সৌদি যেতে সব খরচ নিয়োগকর্তা দেয়, ফ্রি ভিসা বলে কিছু নেই: সৌদি রাষ্ট্রদূত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না