X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বড় অশ্লীলতা হচ্ছে ইতিহাস বিকৃত করা: নৌ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২০, ২০:৫০আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২১:২২

বড় অশ্লীলতা হচ্ছে ইতিহাস বিকৃত করা: নৌ প্রতিমন্ত্রী ‘চলচ্চিত্রের মাধ্যমে যারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করে দেশকে ছোট করার চেষ্টা করে, তারাই সব থেকে বড় অশ্লীলতা নির্মাণ করে’ বলে মন্তব্য করেছেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের চলচ্চিত্র’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘অথচ আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, খোলামেলা পোশাক থাকা মানেই সেটি অশ্লীল। আসলে কিন্তু তা নয়, বড় অশ্লীলতা হচ্ছে ইতিহাস বিকৃতি করা।’

সেমিনারে অন্যরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলচ্চিত্র উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন, আর তার কন্যা শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। চলচ্চিত্র একদিকে যেমন মৌলিক উন্নয়ন করে, তেমনি খারাপ দিকেও নিয়ে যায়। তাই ভালো কিছু করতে হবে, নইলে দর্শকরা চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নেবে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন তথ্য সচিব কামরুন নাহার, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র অভিনেত্রী ও নির্মাতা মৌসুমী, অভিনেতা ফেরদৌস, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফাল্গুনী হামিদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু। সেমিনারে আয়োজক সংগঠনের পক্ষ থেকে তথ্য সচিবের কাছে এফডিসিতে সাংবাদিকদের জন্য একটি জায়গার দাবি জানানো হয়। 

বাচসাস সভাপতি ফাল্গুনী হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুপম হায়াৎ, প্রধান আলোচক হিসেবে ছিলেন বাচসাস’র সাবেক সভাপতি রফিকুজ্জামান। সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সৈকত সালাহউদ্দিন।

/এইচএন/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে