X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

করোনাতে ছয় বিভাগে মৃত্যু নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২০, ১৭:০৫আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১৮:৪৭

করোনায় মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন (ফাইল ছবি: চাঁদপুর প্রতিনিধি) দেশে গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর এই ১৪ জনের মধ্যে ১২ জন ঢাকা বিভাগের, বাকি দুই জন রাজশাহী বিভাগের। দেশের আট বিভাগের মধ্যে বাকি ছয় বিভাগে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি করোনায়। চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার ( ২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু নিয়ে এ পর্যন্ত করোনাতে সরকারি হিসাবে মোট মারা গেলেন পাঁচ হাজার ৭৬১ জন।

মোট মারা যাওয়া পাঁচ হাজার ৭৬১ জনের মধ্যে এখন পর্যন্ত ঢাকা বিভাগে মারা গেছেন দুই হাজার ৯৬৩ জন, যা শতকরা হিসাবে যা ৫১ দশমিক ৪৩ শতাংশ; চট্টগ্রাম বিভাগে এক হাজার ১৫০ জন, যা ১৯ দশমিক ৯৬ শতাংশ; রাজশাহী বিভাগে ৩৬৯ জন, যা ছয় দশমিক ৪১ শতাংশ’; খুলনা বিভাগে ৪৬২ জন, যা আট দশমিক শূন্য দুই শতাংশ; বরিশাল বিভাগে ১৯৭ জন, যা তিন দশমিক ৪২ শতাংশ, সিলেট বিভাগে ২৪১ জন, যা চার দশমিক ১৮ শতাংশ’; রংপুর বিভাগে ২৬০ জন, যা  চার দশমিক ৫১ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১১৯ জন, যা দুই দশমিক শূন্য সাত শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, মারা যাওয়া ১৪ জনের মধ্যে ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে রয়েছেন একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১২ জন। আর এখন পর্যন্ত মোট মারা যাওয়া পাঁচ হাজার ৭৬১ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছেন ২৯ জন, যা শতকরা হিসেবে শূন্য দশমিক ৫০ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে ৪৫ জন, যা শূন্য দশমিক ৭৮ শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১২৯ জন, যা দুই দশমিক ২৪ শতাংশ; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩১৯ জন, যা পাঁচ দশমিক ৫৪ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭১৬ জন, যা ১২ দশমিক ৪৩ শতাংশ; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এক হাজার ৫৩৫ জন, যা ২৬ দশমিক ৬৪ শতাংশ এবং ষাটোর্ধ্ব দুই হাজার ৯৮৮ জন, যা কিনা শতকরা হিসেবে ৫১ দশমিক ৮৭ শতাংশ।

/জেএ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান