X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায় ২৩ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২০, ১৬:১৬আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৬:৫১

করোনা টেস্ট (ছবি: ফোকাস বাংলা) দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। করোনায় এ পর্যন্ত মোট পাঁচ হাজার ৮৬১ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় এক হাজার ৬১০ জন এবং এখন পর্যন্ত তিন লাখ ১৯ হাজার ৭৩৩ জন সুস্থ হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৪৯৩ জন। এখন পর্যন্ত চার লাখ তিন হাজার ৭৯ জন শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫০৬টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৩৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২২ লাখ ৯৬ হাজার ৩২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১২ দশমিক ০৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৭ দশমিক ৫৫ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৭৯ দশমিক ৩২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৪ জন নারী। এখন পর্যন্ত পুরুষ চার হাজার ৫১৩ জন এবং নারী এক হাজার ৩৪৮ জন মারা গেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ১৬, চট্টগ্রাম বিভাগে ৫, রংপুরে এক এবং খুলনায় একজন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ২১ জন এবং বাড়িতে দুজন মারা গেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১২০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৪৫ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ১৭০ জন এবং এখন পর্যন্ত ৭৩ হাজার ৫৮৮ জন ছাড়া পেয়েছেন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮৫ হাজার ৬৩৩ জনকে।
প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ৫৬০ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ৮৪৫ জন এবং এখন পর্যন্ত পাঁচ লাখ ১২ হাজার ৯৯২ জন ছাড়া পেয়েছেন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে পাঁচ লাখ ৫২ হাজার ৪২৫ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ৪৩৩ জন।

/এসও/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা