X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘ক্ষমতা হারিয়ে বিএনপি-জামায়াত আবার আগুন সন্ত্রাসে নেমেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২০, ১৫:২৮আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১৯:২৭

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা রাজধানীতে সম্প্রতি বাসে অগ্নিকাণ্ডের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তিনি বলেন, ‘চৌদ্দ বছর আগে বিএনপি-জামায়াত ক্ষমতা হারিয়ে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে মানসিক ভারসাম্য হারিয়েছে। তাই আগের মতো আবারও আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। তারা চলন্ত বাসে আগুন দিয়ে জীবন্ত, ঘুমন্ত মা-বোন ও শিশুসহ মানুষ হত্যা করেছিল।’

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে জয়িতা ফাউন্ডেশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফজিলাতুন নেসা ইন্দিরা এসব কথা বলেন।
বিএনপি-জামায়াতকে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, ‘অগ্নিসংযোগ ও অগ্নিসন্ত্রাস বন্ধ করেন। তা না হলে অগ্নিসন্ত্রাস বন্ধ করার জন্য বাংলার নারী সমাজ সোচ্চার হয়ে উঠবে।’
জয়িতা ফাউন্ডেশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘বাংলাদেশের নারীদের মধ্যে রয়েছে উদ্যোক্তা হওয়ার বিশাল সম্ভাবনা। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়ে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। তবে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে আছে নানা ধরনের প্রতিবন্ধকতা। সব ধরনের বাধা-বিপত্তি দূর করে উদ্যোক্তা হিসেবে নারীদের গড়ে তোলা এবং তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়িতা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। শুধু তা-ই নয়, নারীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ও সময়োপযোগী পদক্ষেপের ফলে নারীর অগ্রগতি আজ দৃশ্যমান। যে কারণে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিপণন ব্যবস্থা সহজ ও আকর্ষণীয় করা অত্যন্ত জরুরি। তাদের উৎপাদিত পণ্য বিক্রি করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। পূর্বে নারী উদ্যোক্তাদের জন্য নিবেদিত ও সুযোগ-সুবিধা সংবলিত বিপণন কেন্দ্র ছিল না। যার ফলে মধ্যস্বত্বভোগীদের কারণে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি ছিল বড় চ্যালেঞ্জ। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জয়িতা ফাউন্ডেশন রাজধানীর ধানমন্ডিতে নারী উদ্যোক্তাদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ জয়িতা বিপণন কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। যেখানে উদ্যোক্তারা ন্যায্যমূল্যে তৈরি পোশাক ও খাদ্যসামগ্রী বিক্রি করতে পারছেন। ভোক্তাদের সঙ্গে সরাসরি যোগসূত্র তৈরির মাধ্যমে পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা যাবে।’

তিনি আরও বলেন, ‘ব্যবসায় উদ্যোগে নারীদের সম্পৃক্ত করা, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে ২০১১ সালের ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়িতা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করেন। ধানমন্ডির রাপা প্লাজার তৃতীয় ও চতুর্থতলার বিশাল দুটি ফ্লোরে জয়িতা ফাউন্ডেশন হস্তজাত ও খাদ্যজাত ব্যবসার বিপণন পরিচালনা করছে। যেখানে মোট ৯৩টি স্টল আছে। এর সঙ্গে প্রায় ৩ হাজার ২৫৫ জন উদ্যোক্তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে যাচ্ছেন। ধানমন্ডির ২৭ নম্বরে জয়িতার নিজস্ব বহুতল ভবন নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। বিভাগীয় ও জেলা পর্যায়ে নারী উদ্যোক্তাদের জন্য জয়িতা বিপণন কেন্দ্র প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। লালমাটিয়ায় জয়িতার ডিজাইন সেন্টারে উদ্যোক্তাদের পোশাক ও অন্যান্য পণ্যের উন্নয়নে স্বতন্ত্র ডিজাইন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ ও ব্যবহারিক সহযোগিতা প্রদান শুরু হয়েছে। ডিজাইন সেন্টারের কৌশলগত প্রশিক্ষণ ও পরিকল্পনা উদ্যোক্তাদের আরও আধুনিক, গুণগত, মানসম্মত ও বৈচিত্র্যপূর্ণ পণ্যসামগ্রী উৎপাদনের সক্ষমতা তৈরি করবে।’

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, অনুষ্ঠানে জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ (অতিরিক্ত সচিব) ওয়াহিদা আক্তার।

/জেইউ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা