X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘ব্লক করা হতো বিমানের টিকিট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২০, ২১:২২আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২৩:৩৫




‘ব্লক করা হতো বিমানের টিকিট’ বিমানের টিকিট নিয়ে অসৎ কর্মীরা দুর্নীতি করতো বলে সংসদকে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেন, ‘বিমানের টিকিট পাওয়া যাচ্ছে না, অথচ বিমান ফাঁকা যাচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বিষয়টি তদন্ত করেছি। মনিটরিং করেছি। এটি অসত্য ছিল না, কোনও কোনও অসৎ কর্মী টিকিট ব্লক করে রাখতো।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে একটি বিলের ওপর বক্তব্যকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এটি আমরা স্টাডি করেছি, তার পরে আমরা সার্ভিস সেন্টারগুলো তদন্ত করে দেখেছি। কিছু কিছু সেন্টারে টিকিট ব্লক করা হতো। এর সঙ্গে যারা জড়িত তাদের আমরা শাস্তির ব্যবস্থা করেছি। সব টিকিট যাতে ওপেন থাকে তার ব্যবস্থা নিয়েছি। এর ফলে এ বছরের মার্চ মাস থেকে বিমানের কোনও টিকিট ব্লক করার উপায় নেই, এমনকি মন্ত্রী বা ভিআইপিদের জন্যও কোনও টিকিট ব্লক করার কোনও উপায় নেই। এর ফলে মার্চ মাস থেকে বিমানের সব সিটে যাত্রী পরিবহন করা হচ্ছে। বিমান ভর্তি হয়ে যাচ্ছে।’

বিমান পরিবহন বা মন্ট্রিল কনভেনশন বিল পাসের সময় বেশ কয়েকজন এমপির অভিযোগের জবাব দিতে গিয়ে তিনি এসব তথ্য জানান।

বিএনপির হারুন আর রশীদের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে শাহজালাল বিমানবন্দরের অবস্থা আমূল পরিবর্তন হয়েছে। বিমানবন্দরে কোনও যাত্রী হয়রানি ঘটে না, আর ল্যাগেজ নিয়ে কোনও সমস্যা সৃষ্টি হচ্ছে না। বিশ্বের অন্য বিমানবন্দরে এক-দেড় ঘণ্টা পর লাগেজ পাওয়া গেলেও আমাদের বিমান বন্দরে ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যে লাগেজ হাতে পাওয়া যায়।

মাহবুব আলী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীরা আগে নামেন বিমানবন্দরে, সেখান থেকে দেশের প্রতি তারা যেন একটা ভালো ধারণা-মনোভাব নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করেন সে জন্য বিমানবন্দরগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। আমরা তৃতীয় টার্মিনাল করছি। এর ফলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরের চিত্র একেবারে নান্দনিক হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, মন্ত্রী-এমপিদের জন্য টিকিট আপডেটের কোনও নিয়ম বিমানে নেই। যে যেখানে সিট পাবেন, সেখানে বসে তাকে যেতে হবে। নিজে প্রতিমন্ত্রী হয়েও তৃতীয় শ্রেণিতে বিমান ভ্রমণ করেছেন বলে জানান মাহবুব আলী।

/ইএইচএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা