X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে খালি আইসিইউ বেডের সংখ্যা ১০০ এর নিচে নেমে এলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২০, ১৭:৪৪আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১৭:৪৪

আইসিইউ রাজধানীর বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের জন্য নির্ধারিত নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ বেড আর মাত্র খালি রয়েছে ৯৮টি। অথচ কয়েক সপ্তাহ আগেও রোগীভর্তি বেডের তুলনায় খালি বেডের সংখ্যা বেশি ছিল। শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে দেখা গেছে, করোনা রোগীদের জন্য নির্ধারিত সরকারি কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যায়ে করোনা ডেডিকেটেড কোনও আইসিইউ শয্যা খালি নেই। এই হাসপাতাল তিনটিতে আইসিইউ শয্যা রয়েছে যথাক্রমে ১৬টি, ১০টি ও ১৬টি। অপরদিকে, বেসরকারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, ইবনে সিনা এবং আনোয়ার খান মডার্ন হাসপাতালে থাকা যথাক্রমে ১২, ৬ ও  ১০টি শয্যার সবগুলোতেই রোগী রয়েছে।

বাকি সরকারি হাসপাতালের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবন ও বার্ন ইউনিটে থাকা ২৪টি আইসিইউ শয্যার মধ্যে রোগী আছেন ১৮টিতে, ফাঁকা রয়েছে ছয়টি; মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৪টির মধ্যে রোগী আছেন ১০টিতে, ফাঁকা চারটি; রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫টি শয্যার মধ্যে রোগী আছেন ১৪টিতে, ফাঁকা আছে একটি; শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬টি শয্যার মধ্যে রোগী আছেন সাতটিতে, ফাঁকা রয়েছে ৯টি; সরকারি কর্মচারী হাসপাতালের ছয়টি শয্যার মধ্যে রোগী আছেন পাঁচটিতে, ফাঁকা একটি; আগসর আলী হাসপাতালের ৩১টি শয্যায় মধ্যে রোগী আছেন ২২টিতে, ফাঁকা আছে ৯টি; স্কয়ার হাসপাতালের ২৫টি শয্যার ১৪টিতে রোগী আছেন, ফাঁকা রয়েছে ১১টি; ইউনাইটেড হাসপাতালের ২২টি শয্যার ১১টিতে রোগী আছেন; ফাঁকা  ১১টি; এভার কেয়ার হাসপাতালের ২০টির মধ্যে রোগী আছেন ১৯টিতে, ফাঁকা একটি; ইম্পালস হাসপাতালের ৫৬ শয্যার মধ্যে রোগী আছেন ১৩টিতে, ফাঁকা রয়েছে ৪৩টি এবং এএমজেড হাসপাতালের ১০ শয্যার মধ্যে রোগী আছেন ৮টিতে, ফাঁকা রয়েছে দুইটি বেড।

আর সরকারি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ এবং সংক্রামক ব্যাধি হাসপাতালে করোনা রোগীদের জন্য আইসিইউ শয্যার সংখ্যা অধিদফতরে শূন্য দেখানো হয়েছে।

ঢাকা মহানগরীতে করোনা রোগীদের জন্য দেওয়া ৩০৯টি আইসিইউ শয্যার মধ্যে বর্তমানে রোগী আছেন ২১১টিতে, ফাঁকা রয়েছে ৯৮টি।

অপরদিকে, চট্টগ্রাম মহানগরীর হিসেবে দেখা গেছে, সেখানে ১০টি হাসপাতালে করোনা রোগীদের জন্য আইসিইউ রেয়েছে ৩৯টি, রোগী আছেন ১৬টিতে, আর ফাঁকা রয়েছে ২৩টি।

ঢাকা ও চট্টগ্রাম ছাড়া সারাদেশে অন্যান্য হাসপাতালে আইসিইউ রয়েছে ২১১টি, ভর্তি আছেন ৬৭ জন, ফাঁকা রয়েছে ১৪৪টি। আর সারাদেশে করোনা রোগীদের জন্য মোট আইসিইউ বেড রয়েছে ৫৫৯টি, যেখানে রোগী আছেন ২৯৪ জন, ফাঁকা রয়েছে ২৬৫টি বেড।

 

 

 

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা