X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসী কার্যক্রমে অভিযুক্ত ফয়সালের বিরুদ্ধে তদন্ত করছে সিঙ্গাপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২০, ১৯:২৪আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:০১

ফয়সাল আহমেদ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে গ্রেফতারকৃত বাংলাদেশি ফয়সাল আহমেদের বিরুদ্ধে তদন্ত করছে সিঙ্গাপুর আইনশৃঙ্খলা বাহিনী। গত ২ নভেম্বর ইন্টারনাল সিকিউরিটি আইনের অধীনে সন্ত্রাসী কার্যক্রমের জন্য সিঙ্গাপুর পুলিশ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে সিঙ্গাপুর থেকে একটি সূত্র জানায়, ‘সিঙ্গাপুর কর্তৃপক্ষ এখনও আমাদের কিছু জানায়নি বা আমাদের কাছে কিছু জানতে চায়নি। তদন্ত কার্যক্রম সম্পর্কেও আমাদের কিছু জানানো হয়নি।’ ফয়সালের বিচার হবে নাকি তাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি তদন্ত শেষ হওয়ার পরে সিঙ্গাপুর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। যদি আইন অনুযায়ী তারা মনে করে তার বিচার করবে, সেটি তারা করতে পারে।’
উল্লেখ্য, ইন্টারনাল সিকিউরিটি আইনের অধীনে ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করে অভিযুক্তকে কোর্টে উপস্থাপন করার বিধান আছে। আরেকটি সূত্র জানায়, ‘এর আগে উদাহরণ আছে বাংলাদেশিসহ অন্যান্য বিদেশিদের বিচারও হয়েছে, আবার অভিযুক্তদের ফেরত পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ২৬ বছর বয়সী আহমেদ ফয়সালকে ইন্টারনাল সিকিউরিটি আইনের অধীনে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে সিঙ্গাপুরে আহমেদ ফয়সালের কোনও নাশকতা করার পরিকল্পনা ছিল কিনা, তদন্তকারীরা এমন কোনও তথ্য খুঁজে পাননি।
সিঙ্গাপুর কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে দেখা গেছে, ফয়সাল একজন উগ্রপন্থী। ধর্মের নামে সশস্ত্র সহিংসতা করার ইচ্ছা রয়েছে তার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সাল থেকে সিঙ্গাপুরের একটি কন্সট্রাকশন কোম্পানিতে চাকরি করে আসছিল ফয়সাল। ২০১৮ থেকে আইসিসের মাধ্যমে প্রভাবিত হয়ে উগ্রবাদী হয়ে পড়ে ওই ব্যক্তি। আইসিসের ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার প্রতি আগ্রহী হয়ে পড়ার কারণে সিরিয়া যেতে আগ্রহী ছিলেন তিনি। ফয়সালের বিশ্বাস, তিনি যদি মারা যান তবে শহীদ হয়ে যাবেন।

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা