X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

‘টু মাচ কনফিডেন্টে’ করোনার সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২০, ২০:৫৯আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২৩:০৩

বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের মানুষ মাস্ক পরছে না। স্বাস্থ্যবিধি মানছে না। মানুষ বেপরোয়া হয়েছে। তিনি বলেন, ‘টু মাচ কনফিডেন্টের কারণে দেশে গত কয়েকদিনে করোনার সংক্রমণ এবং মৃত্যুর হার বেড়েছে।’ একই কারণে দেশে দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কাও রয়েছে বলে জানান তিনি।

রবিবার ( ২৯ নভেম্বর) ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা এবং ভ্যাকসিন বিষয়ে আলোচনা সভা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্ত হলে হাসপাতালে যেতে হবে। যদি লাখ লাখ মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে চান, সেই সক্ষমতা পৃথিবীর কোনও দেশের নেই। তাই সংক্রমণের হাত থেকে বেঁচে থাকতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে।’

বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইউরোপ-আমেরিকা, এমনকি ভারতেও সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। আমাদের দেশেও কিছুটা সংক্রমণ এবং মৃত্যুর হার বাড়ছে গত কয়েকদিনে। আমরা স্বাস্থ্যবিধি মানছি না। আমরা বেপরোয়া হয়ে চলছি। মাস্ক ব্যবহার করছি না। আমরা টু মাচ কনফিডেন্ট হয়ে গেছি। বেশি কনফিডেন্ট।’

তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে লাখ লাখ মানুষ সমুদ্রের পাড়ে ঘোরাফিরা করছেন। সেখান থেকে তারা সংক্রমিত হচ্ছেন।’ শীতকালে ধর্মীয়, বিয়ে-পিকনিকসহ অনেক অনুষ্ঠান হয়, সেখানেও স্বাস্থ্যবিধি কতটুকু মানা হবে, আশঙ্কা জানিয়ে তিনি বলেন, ‘সে কারণে আমাদেরও সেকেন্ড ওয়েভের আশঙ্কা রয়েছে। তাই সরকার এখন কঠোর অবস্থানে চলে যাচ্ছে। করোনা থেকে বাঁচতে হলে এখন মানুষের মুখে মাস্ক পরার বিকল্প কিছুই নেই।’

জাহিদ মালেক বলেন, ‘‘বিমানবন্দর ও স্থলবন্দরে স্ক্রিনিংয়ের ব্যবস্থা রয়েছে। কিন্তু বাস, ট্রেন ও লঞ্চে অনেক মানুষ যাতায়াত করেন। তাদেরও স্বাস্থ্যবিধি মানাতে হবে। সরকার ‘নো মাস্ক নো সার্ভিস’ চালু করেছে। এটা মানতে হবে, করোনার সংক্রমণ থেকে বাঁচতে চাইলে।’’

ভ্যাকসিন আনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও কোনও দেশকেই ভ্যাকসিন ব্যবহার করার অনুমোদন দেয়নি। তবে সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। যখনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের কোথাও কাউকে ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেবে, বাংলাদেশও সঙ্গে সঙ্গে ভ্যাকসিন পেয়ে যাবে।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)-এর সভাপতি মুবিন খান করোনার প্রথম পর্যায় ও দ্বিতীয় ঢেউ সামলানোর বিষয়ে প্রাইভেট মেডিক্যাল কলেজগুলোর কার্যক্রম সম্পর্কে তথ্য তুলে ধরেন।

বাড়ছে ডেঙ্গু রোগী

স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি হাসপাতাল মালিকদের উদ্দেশে বলেন, ‘বর্তমানে অনেকের ডেঙ্গু হচ্ছে। অনেক হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন এবং ডেঙ্গু বাড়ছে। এখন একইসঙ্গে যদি ডেঙ্গু এবং করোনা রোগীদের হ্যান্ডেল করতে হয়,  নন-কোভিড রোগীদের হ্যান্ডেল করতে হয়, তাহলে সেটা কষ্টকর হয়ে যাবে। তাই এ বিষয়ে প্রাইভেট মেডিক্যাল কলেজগুলোকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, ‘আপনাদের ডেঙ্গু রোগী রাখতে হবে, করোনা রোগীদের রাখতে হবে এবং নন-কোভিড রোগীদেরও রাখতে হবে। চিকিৎসা দিতে হবে। তাই এ বিষয়ে আপনাদের প্রস্তুতি দরকার।’

এদিকে, রবিবার ( ২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৫৫ জন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৬২ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি আছেন ৮৬ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৮ জন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৮ জন।

গত ২৪ ঘণ্টায় ( ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে ২৯ নভেম্বর সকাল ৮টা) পর্যন্ত হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হয়েছেন ২১ জন। এর মধ্যে ঢাকায় ১৬ জন এবং ঢাকার বাইরে পাঁচ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে সাত জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। এরমধ্যে আইইডিসিআর চারটি তথ্য পর্যালোচনা করে তিনটি মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করে।

 

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিলাইছড়িতে বিশেষ সেনা অভিযান, অস্ত্রসহ আটক ৮
বিলাইছড়িতে বিশেষ সেনা অভিযান, অস্ত্রসহ আটক ৮
এক্স সিরামিকসের চিফ ব্র্যান্ড অফিসার শান্ত
এক্স সিরামিকসের চিফ ব্র্যান্ড অফিসার শান্ত
‘প্রচণ্ড গরমে গায়ের চামড়া যেন পোড়াচ্ছিল'
‘প্রচণ্ড গরমে গায়ের চামড়া যেন পোড়াচ্ছিল'
রেসিপি: চিকেন কিমা পুরি
রেসিপি: চিকেন কিমা পুরি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’