X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

সমুদ্র নিরাপত্তা জোটের বৈঠকে অংশ নেয়নি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২০, ২২:৩৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২২:৩৪

বৈঠকে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরা (ছবি: ইন্টারনেট) ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সমুদ্র নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত জোটের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বাংলাদেশ ওই বৈঠকে অংশ নেয়নি।
গত ২৭-২৮ নভেম্বর কলম্বোতে জোটের চতুর্থ বৈঠকে পর্যবেক্ষক হিসাবে বাংলাদেশ, মরিশাস ও সিচেলসকে আমন্ত্রণ জানানো হয়। ঢাকা বাদে বাকি দুটি দেশ ওই বৈঠকে অনলাইনে অংশ নেয়।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের পর্যবেক্ষক হিসাবে এক সপ্তাহ আগে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা এই অল্প সময়ের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত এ বৈঠকে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতে পারিনি।’
নিরাপত্তা একটি স্পর্শকাতর বিষয় জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং অর্থনৈতিক বিষয়াদি নিয়ে বৈঠকে অংশগ্রহণ করা সহজ কিন্তু নিরাপত্তা নিয়ে বৈঠকের আগে অনেক হিসাব নিকাশ করতে হয়।’

এদিকে সমুদ্র নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত জোটের বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে ভারতের পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী মারিয়া দিদি ও শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব কামাল গুনারত্নে অংশ নেন। মরিশাস ও সিচেলস এর জ্যেষ্ঠ কর্মকর্তারা অনলাইনে অংশ নেন।

২০১১ সালে শুরু হওয়া এই জোটে অংশগ্রহণকারীরা নিরাপত্তা ঝুঁকি; তথ্য আদান-প্রদান ব্যবস্থা উন্নতকরণ; সন্ত্রাসবাদ ও উগ্রবাদ, মাদক, অস্ত্র ও মানবপাচার; অর্থপাচার; সাইবার নিরাপত্তা; এবং সমুদ্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করে।

 

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন