X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সচেতন না হলে শিশুশ্রম বন্ধে আইন করেও লাভ হবে না: চুন্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৬, ১৮:৪০আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৮:৫০

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন,আগে মানুষকে সচেতন হতে হবে। তা না হলে শিশুশ্রম বন্ধে আইন করেও লাভ হবে না।

মুজিবুল হক চুন্নু মঙ্গলবার দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম আয়োজিত ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও করণীয়’ শীর্ষক জাতীয় আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘শিশুশ্রম বন্ধ করতে হলে, প্রথমেই আমাদের মন-মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে।সবাইকে আরও সচেতন হতে হবে। তাহলেই আমরা এসব রোধ করতে পারবো।’
শিশুশ্রম বন্ধে একটি সুষ্ঠু কার্যনীতি তৈরিও ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আমরা বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করলে তিনি তা বাস্তবায়নের সুযোগ করে দেবেন।
গৃহকর্মীর কথা উল্লেখ করে চুন্নু বলেন,‘আপনারা এখন থেকে আর আগের মতো গৃহকর্মী পাবেন না।আমরা ৩৮টি কাজকে চরম বিপর‌্যয় বলে ঘোষণা করেছি।এতে গৃহকর্মীর বিষয়টিও আনা হবে।’
আরও পড়তে পারেন: কিছুটা প্রতারণা করে শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে: ফখরুল

প্রতিমন্ত্রী বলেন, ‘ছিন্নমূল বা বঞ্চিত শিশুদের উন্নয়নের জন্য আমরা এনজিও’র মাধ্যমে অর্থ সহায়তা করে থাকি। কিন্তু আমরা যখন সেসব এনজিও’র কার‌্যক্রম পরিদর্শনে যাই তখন তাদের অফিস বন্ধ থাকে।খোঁজ নেওয়ার পর এনজিও’র লোক এসে বলেন,‘স্যার পড়ানোর কথা ছিল বিকেল চারটায়, কিন্তু আমরা সকাল ১০টায় পড়িয়েছি।এখন আপনি নিজ দায়িত্ব সম্পর্কে কতোটা সচেতন তা বুকে হাত দিয়ে বলেন?’

জাতীয় আলোচনা সভায় এমজেএফ এর পরিচালক ড. তোফায়েল আহমেদ বলেন,‘অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে শিশুশ্রম কমে যাবে তা ভাবার কোনও কারণ নাই।তাই শিশুশ্রমকে শুধু আইনের দিক থেকে দেখলেই হবে না,এটাকে অনৈতিক হিসেবেও দেখতে হবে।শিশুশ্রম বন্ধে বিষয়টি সামাজিক ও অর্থনৈতিক সবদিক থেকেই দেখতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজামান ভূঁইয়া, সংগঠনের পরিচালক আব্দুস সাইদ মাহমুদ, সংগঠনের চেয়ারপারসন মো. এনামূল হক চৌধুরী প্রমুখ।

এসআইএস/ এমএসএম /    

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা