X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১
ইউজিসি’র তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাস অবৈধ

রশিদ আল রুহানী
১৯ এপ্রিল ২০১৬, ১৯:২৭আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৯:৩৫

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাস অবৈধ ঘোষণা বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ডের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসটিকে অবৈধ বলে ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।এতদিন শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে রাশিয়া সরকারের নিজস্ব সম্পত্তিকে নিজের বলে দাবি করে আসছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।
এই সিদ্ধান্তের ফলে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ৫১, সিদ্ধেশ্বরী রোডের ক্যাম্পাসটি অবৈধ হওয়ার পাশাপাশি স্থায়ী ক্যাম্পাসের তালিকা থেকেও বাদ পড়লো বিশ্ববিদ্যালয়টি।
অন্যদিকে অনুসন্ধানে জানা যায়, ২০০২ থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত রাশিয়ান সরকারের প্রতিনিধি বাংলাদেশ ট্রেড করপোরেশন (বিটিসি) অ্যালায়েন্স এর প্রেসিডেন্ট অশোক গুপ্তার কাছ থেকে ৫১, সিদ্ধেশরীর প্রায় সাড়ে ৩ একর জায়গা ভাড়া নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে বিশ্ববিদ্যালয়টিকে ওই মেয়াদ পর্যন্ত অস্থায়ীভাবে কার্যক্রম চালানোর অনুমোদন দেয় ইউজিসি এবং স্থায়ী ক্যাম্পাসের সনদ নয় বলেও উল্লেখ করা হয় ওই অনুমোদনে।
কিন্তু এরইমধ্যে রাশিয়ান সরকারের সঙ্গে অশোক গুপ্তার চুক্তিগত কিছু ঝামেলার কারণে রাশিয়ান সরকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ে অবহিত করাসহ অশোক গুপ্তাকে ভাড়ার টাকা প্রদান করতে নিষেধ করে এবং ওই জায়গা ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এখনও অনুমতি দেইনি রাশিয়ান সরকার, এমনকি তাদের মধ্যে এ বিষয়ে কোনও চুক্তিও সাক্ষরিত হয়নি বলেও জানানো হয়।

অন্যদিকে ভাড়ার টাকা না পাওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে ইউজিসিতে একটি অভিযোগ দায়ের করেন অশোক গুপ্তা। এই অভিযোগের ভিত্তিতেই একটি তদন্ত কমিটি গঠন করে ইউজিসি এবং আজই (মঙ্গলবার) এই কমিটি তার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘স্ট্যামফোর্ড কর্তৃপক্ষ রাশিয়ান সরকারের সঙ্গে চূড়ান্ত চুক্তিপত্রের কোনও কাগজপত্র দেখাতে না পারায় সেটি তাদের নিজস্ব ক্যাম্পাস হিসেবে গণ্য করা যাবে না। এছাড়া ৫১ সিদ্ধেশরীতে অবস্থিত ক্যাম্পাসটিকে শর্তসাপেক্ষে স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন দেওয়া হয়েছিল, যার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০১৫ সালে শেষ হয়ে যায়। বিদেশি সরকারের মালিকানাধীন কোনও সম্পত্তিতে স্বল্প মেয়াদি লিজ চুক্তির ভিত্তিতে কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাস স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নামে কেনা জমিতে স্থায়ী ক্যাম্পাস স্থাপন এবং সব কার্যক্রম সেখানে হস্তান্তরের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলা হয়েছে।’

এ বিষয়ে ইউজিসির উপ-পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ) জেসমিন পারভীন বাংলা ট্রিবিউনকে বলেন, তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। আগামীকালই (বুধবার) আমরা চিঠির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করবো।

অন্যদিকে এ বিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা হলে আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের সঙ্গে যে প্রতারণা করা হয়েছে আজ তা প্রমাণিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন করবে বলেও জানান তিনি।

/আরএআর/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে