X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সাংবাদিক প্রবীর সিকদার হাসপাতালে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৬, ০২:০৫আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ০২:২১


সাংবাদিক প্রবীর-সিকদার উত্তরাধিকার ৭১ নিউজের সম্পাদক প্রবীর সিকদার শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা তাকে ‌পর্যবেক্ষণে রেখেছেন।
প্রবীর সিকদারের ছেলে সুপ্রিয় সিকদার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাবা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। চিকিৎসকের পরামর্শে গত বৃহস্পতিবার তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা বাবাকে নিয়ে ব্যস্ত আছি। সারাদিন বাবার কাছেই ছিলাম।’
সুপ্রিয় সিকদার আরও বলেন,‘আমার মাও অসুস্থ। বাবার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা নিয়ে আমরা সবাই চিন্তিত। আদালতে অভিযোগপত্র দেওয়া হলেও সেই অভিযোগপত্রের নকল আমাদের আইনজীবী এখনও তুলতে পারেননি।’
আরও পড়ুন: রাবি অধ্যাপক রেজাউল হত্যার দায় স্বীকার আইএসের!

সাংবাদিক প্রবীর সিকদার জানান,‘আমি শারীরিক বিভিন্ন অসুখে ভুগছি। তবে আমার শ্বাসকষ্টটা বেশি। তাই চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি।’
প্রবীর সিকদার বর্তমানে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর বেডে চিকিৎসাধীন।
২০১৫ সালের ১৬ আগস্ট প্রবীর সিকদারকে আসামি করে ফরিদপুর কোতোয়ালী থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল। এজাহারে বাদী বলেন, প্রবীর সিকদার তার ফেসবুক অ্যাকাউন্টে গত ১০ আগস্ট বেলা ১১টা ১৫ মিনিটে ‘আমার জীবন শঙ্কা তথা মৃত্যুর জন্য যারা দায়ী থাকবেন’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন। এতে দায়ী হিসেবে তিনজনের নাম উল্লেখ করে এক নম্বরে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নাম দেন। এরপর ১৬ আগস্ট রাতে প্রবীর সিকদারকে ঢাকা থেকে গ্রেফতার করে ওই রাতেই ফরিদপুর নিয়ে আসা হয়।পরের দিন আদালতে তার রিমান্ড আবেদনের শুনানি হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৯ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।

আরও পড়ুন: মুস্তাফিজ ম্যাজিকে মজেছে ক্রিকেটবিশ্ব

গত ২১ এপ্রিল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে একটি স্ট্যাটাস দিন। স্ট্যাটাসে মিথ্যা মামলা সংক্রান্ত হয়রানি থেকে তাকে বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন।

প্রবীর সিকদার তার পোস্টে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, আপনি অবিলম্বে আমাকে বাঁচান। আমি আমার মামলা নিয়ে কোনও ধরনের দয়া ভিক্ষা চাইছি না। ফরিদপুরে দায়ের করা ৫৭ ধারার মামলা ও তার চার্জশিট নিয়ে আমি মোটেই বিচলিত নই। আইন ও বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করলে আমি নিশ্চিত,আইনি লড়াই করেই বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলায় আমি টিকে থাকবো,থাকবোই। আমাকে যেন আর কেউ মিথ্যা মামলায় হয়রানি করতে না পারে,কিংবা ভুয়া গোয়েন্দা পরিচয়ে জিজ্ঞাসাবাদের নামে তুলে নিয়ে আমাকে গায়েব করে ফেলতে না পারে, সেটা আপনি নিশ্চিত করবেন, প্লিজ ।’

তিনি লিখেছেন,‘আমার এই শঙ্কার কারণ, ফরিদপুরে আমার পক্ষে আইনি লড়াই করছেন মাত্র একজন আইনজীবী। গত তিনদিন ধরে আমার মামলার চার্জশিটের নকল তুলতে পারছেন না ওই আইনজীবী। এই কষ্টের কথা আমি, আপনি ছাড়া আর কাকেইবা বলবো মাননীয় প্রধানমন্ত্রী!’

তার এই স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে প্রবীর সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার সব বক্তব্য ফেসবুকে রয়েছে। আমার যে আশঙ্কা ও ভয় তা আমি বলেছি।’

/এআরআর/ এমএসএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন