X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৬, ২৩:২৯আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ২৩:৫৫

ডা. ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে হত্যা হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। রবিবার সন্ধ্যায় তাকে এই হুমকি দেওয়া হয়েছে বলে  রাতেই তার ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।
ইমরান এইচ সরকার তার ফেসবুক পেজে লিখেছেন, ‘‘আজ সন্ধ্যা ৭টা ১২ মিনিটে 'ইউনাইটেড কিংডম'-এর কোড সংবলিত একটি নম্বর থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, আমাকে শিগগিরেই হত্যা করা হবে। আমি জানতে চাইলাম, কে বলছেন, কোথা থেকে বলছেন, কোনও উত্তর দেওয়া হয়নি। বারবার শুধু বলা হলো, হত্যা করা হবে। কোথায়, কিভাবে খুন করবেন, জানতে চাইলে কল কেটে দিয়েছেন। আমি জানি, এটা জানানো কিংবা না জানানোতে তেমন কিছু আসে যায় না। তারপরও মনে হলো, সবাইকে জানিয়ে রাখা দরকার।’’

 


ইমরান এইচ সরকারের স্ট্যাটাস ইমরান এইচ সরকার আরও লিখেছেন, ‘হুমকি-ধামকি দিয়ে আমাকে থামানো যাবে, এটা ভাবাও অবান্তর। যে দেশে খুন-ধর্ষণেরই বিচার হয় না, সেদেশে হুমকি তেমন বড় কোনও ঘটনা নয়। এছাড়া, কয়েকদিন আগে কিছু পথভ্রষ্ট রাজনীতিক তো আমাকে প্রকাশ্যেই হত্যার হুমকি দিয়েছিলেন। তার কি বিচার হয়েছে? প্রকাশ্যে হত্যার হুমকির পর আমার এক পুরনো বন্ধু জানতে চেয়েছিলেন, হত্যার ষড়যন্ত্রের বিচার হলে প্রকাশ্যে হুমকির বিচার হবে কিনা? আমি উত্তর দিয়েছি, আমি কৃষকের সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান হলে নিশ্চয়ই হতো।'

হুমকির পর জিডি করেছেন কিনা, এ বিষয়ে ইমরান এইচ সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হুমকি এর আগেও অনেক হুমকি পেয়েছি। এখন যেহেতু রাখঢাক না করে প্রকাশ্যেই দেওয়া হচ্ছে, তাই ভাবলাম, সবাইকে জানিয়ে রাখি। জানি, কোনও ব্যবস্থা হবে না, তাই জিডি করিনি। পুলিশ বললে জিডি করতেও আপত্তি নেই।’
সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর বিচারের দাবি করায় এ ধরনের হুমকির মুখোমুখি হতে হচ্ছে বলে মনে করেন কিনা, এমন প্রশ্নে তিনি আরও বলেন, ‘হ্যাঁ, তা তো অবশ্যই। খুন-ধর্ষণ-লুটপাটের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পর থেকেই হুমকির মাত্রা বেড়ে গেছে। ক্ষমতাসীন অনেকে তো প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন এখন।’

/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা